বোর্ডে শীর্ষে ঈত্তেহাদ, সর্বোচ্চ মেধাতালিকায় জামেয়া ইসলামিয়া পটিয়া
সম্মিলিত কওমি শিক্ষা বোর্ড “আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ” এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের ২য় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ০৫জুলাই।
এ বোর্ডের অধীনে দেশের মোট ৬টি কওমি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
ছয় বোর্ডের বাইরে হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দফতরের অধীনেও পরীক্ষা দিয়েছেন বিভিন্ন মাদরাসার কয়েকটি মাদরাসার শিক্ষার্থী, যারা কোনো বোর্ডের অধীনে নয়।
হাইআতুল উলিয়ার এ পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০,৭৪৯ জন। মোট ৩২২টি কেন্দ্রের অধীনে ১ হাজার ৩৮টি মাদরাসার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবার।
ছয় বোর্ডের মধ্যে ফাস্ট হয়েছে ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যা বাংলাদেশ।
পুরো বাংলাদেশে মেধা তালিকার বিচারে
সর্বোচ্চ সংখ্যক (১২ জন) মেধা তালিকায় স্হান পেয়ে প্রথম অবস্হানে রয়েছে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা। দ্বিতীয় অবস্থানে জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ( ৯ জন)। আর তৃতীয় স্থানে জামিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ (৭জন)। চতুর্থ অবস্হানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী ঢাকা ও জামিআ রাহমানিয়া আরাবিয়া আলী এন্ড নুর রিয়েল ষ্টেট, মোহাম্মদপুর, ঢাকা (৬জন)।
পঞ্চমে রয়েছে দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা ও বাইতুল উলূম ঢালকানগর মাদরাসা (৪জন)।
পক্ষান্তরে বোর্ড ভিত্তিক পাসের হারে প্রথম অবস্হানে জামেয়া ইসলামিয়া পটিয়া নিয়ন্ত্রিত শিক্ষাবোর্ড আন্জুমানে ঈত্তেহাদুল মাদারীস বাংলাদেশ: পাসের হার- ৭৯.৯৩%, দ্বিতীয় অবস্হানে তানযীমুল মাদারীসিদ দ্বীনিয়া বাংলাদেশ : পাসের হার৭৭.৯৫%, তৃতীয় অবস্থানে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ: পাসের হার ৭০.৩৫%, চতুর্থ অবস্হানে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা: পাসের হার ৬৬.২৬%, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা: পাসের হার ৫৬.০৭%, পঞ্চমে রয়েছে হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দফতর: ৫৬.০৪%, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম।