বিশ্বময় শান্তি ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনার মাধ্যমে আল-জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সফলভাবে সম্পন্ন
২২ ও ২৩ শে ডিসেম্বর (বৃহস্পতি ও জুমাবার) আল-জামিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, আল-হামদুলিল্লাহ।
গত বৃহস্পতিবার ১০ ঘটিকায় জামিয়ার শায়খুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা হাফেজ আহমদুল্লাহ (দাঃ বাঃ)-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলন আরম্ভ হয়।
উক্ত সম্মেলনে আলোচকগণের অন্যতম ছিলেন, আল্লামা ইয়াহইয়া (হাফি.) মুহতামিম দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী। আল্লামা মুফতি রুহুল আমীন, খতীব বায়তুল মুকাররম। আল্লামা এমদাদুল্লাহ, মুহতামিম, বায়তুল হুদা মাদরাসা। আল্লামা সালাহ উদ্দীন, মুহতামিম, জামিয়া উবাইদিয়া নানুপুর। মাওলানা আবদুল বাসেত খান, সিরাজগঞ্জ। আল্লামা মুফতি মীযানুর রহমান সাঈদ, ঢাকা। আল্লামা সাঈদুল আলম আরমানী। আল্লামা হাফিজুর রহমান, কুয়াকাটা। আল্লামা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। ডক্টর আল্লামা মাহমুদুল হাসান আল-আযহারী। আল্লামা হাসান জমীল, ঢাকা। আল্লামা মুফতি কেফায়তুল্লাহ শফীক, আল্লামা যাকারিয়া আযহারী, আল্লামা মুফতি জসীমুদ্দিন, আল্লামা হাফেজ আব্দুল হক প্রমুখ।
স্বাগত বক্তব্যে জামিয়া প্রধান আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ (হাফিজাহুল্লাহ) মেহমানদেরকে স্বাগতম জানান এবং মেহমানদারীর ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করেন। জামিয়ার প্রতি সকলের অকুণ্ঠ ভালোবাসা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান।
জুমাবার আসর পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা অব্যহত ছিল। বক্তাগণ নির্ধারিত বিষয়ে আলোচনা করেন। পরিশেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও মুক্তি কামনা করে মুনাজাত পরিচালানা করেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি (হাফি.)। হাজার হাজার মুসল্লির কান্নাভেজা মুনাজাত ও দোয়ার মাধ্যমে আল-জামিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সমাপ্ত হয়।