‘‘বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থা’’-র মজলিসে শুরার জরুরি সভা অনুষ্ঠিত!
গতকাল ৭ই সেপ্টেম্বর ২০১৯ খৃষ্টাব্দ, রোজ শনিবার, বাদে মাগরিব আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া কর্তৃক পরিচালিত ‘‘বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থা’’-র মজলিসে শুরার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভার সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও জামিয়া প্রধান আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী হাফিজাহুল্লাহ। উক্ত জরুরি সভা উপস্থিত ছিলেন মুফতি শামসুদ্দিন জিয়া, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আব্দুল মান্নান দানিশ, মুফতি জসিমুদ্দিন কাসেমী, মাওলানা উবাইদুল্লাহ হামযা, মাওলানা নেজামুদ্দিন, মাওলানা ক্বারী সোলাইমান কাসেমী, মাওলানা হাফেজ ফুরকান, মাওলানা নুরুল আবসার প্রমূখ।
সভার সূচনাতে সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ কাউসার নেজামী রহ. এর মৃত্যু অবধি দক্ষপরিচালনার ভূয়সী প্রশংসা করা হয় এবং তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সর্বসম্মতিক্রমে জামিয়া প্রধান আল্লামা আব্দুল হালীম বোখারী হাফিজাহুল্লাহকে পুনরায় সংস্থার সভাপতি এবং মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ ও মাওলানা আবু তাহের নদভী হাফিজাহুল্লাহ উভয়জনকে সহ-সভাপতি নির্বাচন করা হয়।
এবং মাওলানা উবাদুল্লাহ হামযা হাফিজাহুল্লাহকে সংস্থার সাধারণ সম্পাদক এবং মাওলানা নুরুল আবসার সাহেবকে নির্বাহী সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। দফতর সম্পাদক হিসাবে পূর্বের ন্যায় মাওলানা জালাল সাহেবকে দায়িত্ব দেয়া হয়।
হেফজ প্রতিযোগিতার তারিখ নির্ধারণ:
প্রতি বছরের ন্যায় এ বছরও (ইনশা আল্লাহ) তিন দিন ব্যাপী ‘হেফজ কোরআন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। আগামী ১, ২, ৩, রজব ১৪৪১হিঃ মোতাবেক ২৬, ২৭, ২৮ ফেব্রুয়ারী ২০২০ খৃষ্টাব্দ, রোজ-বুধ, বৃহস্পতি ও জুমাবার প্রতিযোগিতার তারিখ নির্ধারণ করা হয়।
সংস্থার সাথে সংশ্লিষ্ট হেফজখানাসমূহের জন্য হেফজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা আবশ্যক। প্রতিযোগিতার ব্যবস্থাপনা কার্যেক্রমের শৃঙ্খলা রক্ষার্থে ১০ই ফেব্রুয়ারী ২০২০ ইং মঙ্গলবারের মধ্যে প্রতিযোগীদের তালিকা সংস্থার প্রধান কার্যালয়ে পৌঁছাতে হবে। এর পর কোন তালিকা গ্রহণ করা হবেনা।
হেফজ হাদীস প্রতিযোগিতার তারিখ নির্ধারণ:
আগামী ৩রা রজব ১৪৪১হিজরী মোতাবেক ২৮ ফেব্রুয়ারী ২০২০ইং রোজ জুমাবার ‘হেফজ হাদিস প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার জন্য সংস্থা কর্তৃক প্রকাশিত “নির্বাচিত হাদীস সংকলন” বইটি নির্ধারণ করা হয়েছে, যা সংস্থার কার্যালয় বা পার্শ্ববর্তী লাইব্রেরী থেকে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য যে, মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের জন্য “বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থা” ‘হেফজ কোরআন প্রতিযোগীতা’র পাশাপাশি “হেফজ হাদীস প্রতিযোগিতা”-র এক যুগান্তকারী সিদ্ধান্ত কয়েক বসর পূর্বে থেকে গ্রহণ করে আসছে। এ বছরও তা পুনর্বহাল রয়েছে, আল-হামদুলিল্লাহ। সুতরাং ছাত্রদের উৎসাহ প্রদান পূর্বক প্রতিযোগিতায় অংশ গ্রহণের ব্যবস্থা করা প্রত্যেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য জরুরি।
বার্ষিক মারকাযী পরীক্ষার তারিখ নির্ধারণ:
বছরের শেষে হেফজ ও দাওর সমাপ্তকারী ছাত্রদের কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করা পূর্বের ন্যায় সংস্থার পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১লা শাবান ১৪৪১ হিঃ মোতাবেক ২৬শে মার্চ ২০২০ইং শনিবার থেকে ৬ই শাবান ১৪৪১হিঃ ৩১ মার্চ ২০২০ইং মঙ্গলবার পর্যন্ত মারকাযী পরীক্ষা চলবে।
উল্লেখ্য যে, প্রত্যেক বছর হেফজ ও দাওর উভয়ের ফারেগীন ছাত্রদের তালিকা পূর্ণ ঠিকানা সহ প্রস্তুত করে ২০ শে রজবের মধ্যে সংস্থার প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে। শুধু পরীক্ষার্থীদের তালিকা প্রেরণ করা যথেষ্ট নয়।
পরিশেষে সভাপতি সাহেব, মাওলানা রহমাতুল্লাহ কাউসার নেজামী রহ. এর জন্য ঈসালী সাওয়াব পূর্বক বিশেষ দোয়ার মাধ্যমে জরুরি সভা সমাপ্তি ঘোষণা করেন।