রাউজান থানার অন্তর্গত বদুপাড়া হোসাইনিয়া ফয়জুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ শফি রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ)। উল্লেখ্য যে, গতকাল ২৭ শে জুলাই ২০২১ খৃষ্টাব্দ (মঙ্গলবার) সন্ধায় মাওলানা আহমদ শফি রহ. চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক শোকবার্তায় আল্লামা বোখারী (হাফিজাহুল্লাহ) বলেন, মাওলানা আহমদ শফি রহ. ছিলেন একজন যোগ্য মুহতামিম ও বুযুর্গ ব্যক্তিত্ব। তাঁর সঠিক পরিচালনায় বদুপড়া মাদরাসার অনেক উন্নতি-অগ্রগতি হয়েছে। তিনি জামিয়া পটিয়ার মুরব্বিগণকে খুবই শ্রদ্ধা ও সম্মান করতেন। ব্যক্তিগতভাবে আমাকে মহাব্বত করতেন। শুনেছি, তিনি তাঁর জানাযার নামায পড়ানোর জন্য অসীয়তও করে গেছেন।
বস্তুতঃ বদুপাড়া হোসাইনিয়া ফয়জুল উলূম মাদরাসাটি ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’-এর অন্তর্ভুক্ত একটি মাদরাসা। তাই তিনি জামিয়া পটিয়ার তত্ত্বাবধান ও পরামর্শে বদুপাড়া মাদরাসা পরিচালনা করতেন। ফলে মাদরাসারটি আর্থিক ও পড়া-লেখা; উভয় ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করেছে।
তাঁর ইন্তেকালে আমরা (জামিয়া পটিয়ার ছাত্র-শিক্ষক) সকলেই শোকাহত। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁর খেদমাতগুলো কবুল করেন, তাঁর রেখে যাওয়া প্রতিষ্ঠানের হেফাজত করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, আমীন।