ফাতাওয়া-মাসআলাহ

একাধিক স্ত্রীর মাঝে ইনসাফ ও সমতা

আবাসের পৃথক ব্যবস্থা রাখা

শরীয়ত বহু বিয়ের জন্য স্বামীর ওপর এটিও আবশ্যক করেছে যে, প্রত্যেক বধূর জন্য আলাদা আলাদা আবাসের ব্যবস্থা করা। যেন তারা সাবলীলভাবে বসবাস করতে পারেন। তাই একাধিক স্ত্রীকে তাদের সম্মতি ছাড়া একই ঘরে রাখা জায়েয নেই। তবে এতে তারা রাজি থাকলে, তা ভিন্ন কথা।

ভরণপোষণ

বহু বিয়ের জন্য অর্থনৈতিক দিকে দিয়ে স্বামীর সচ্ছলতা থাকা আবশ্যক। যাতে পরিবার-পরিজনের যাবতীয় খরচ ও মহর আদায় করতে সক্ষম হন। যদি এ পরিমাণ সম্পদের সামর্থ্য না রাখেন। তাহলে তার জন্য একের বেশি বিয়ে বৈধ হবে না। এ ব্যাপারে কুরআনে বিধৃত হয়েছে,

وَ لْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖؕ ۰۰۳۳

‘যারা বিয়ের জন্য সমর্থ নয়, তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন’ (সূরা আন-নুর: ৩৩)।

অনুরূপ বর্ণনা হাদীসে এসেছে। আল্লাহর নবী (সা.) যুবকদের সমর্থ্যরে শর্তে বিয়ের প্রতি উৎসাহ দান করেছেন। আর সাধ্য না থাকলে তাদেরকে বিয়ে থেকে বিরত থেকে রোজা পালনের নির্দেশ দিয়েছেন। বর্ণিত হয়েছে,

مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ.

‘যে সামর্থ্যের অধিকারী নয়, সে যেন রোজা রাখে। কেননা রোজা তার জন্য নিবীর্যকরণস্বরপ’ (সহীহ আল-বুখারী: ১৯০৫)।

লেখক: প্রবন্ধকার, মুফতি, দেওপুরা সমনগর আনওয়ারুল উলূম মাদরাসা, পোরশা নওগাঁ


বিভাগীয় নোটিশ
দৈনন্দিন জীবনের যেকোনো সমস্যার শরয়ী সমাধান জানতে আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার ফতওয়া বিভাগে প্রশ্ন পাঠাতে পারেন। এজন্য সরাসরি যোগাযোগ বা বিভাগের জন্য নির্দিষ্ট ফোনে যোগাযোগ করুন। প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ই-মেইল বা ফেসবুক ফ্যান-পেইজেও।

★ফতওয়া বিভাগ★

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

ই-মেইল: daruliftapatiya@gmail.com

পেইজলিংক: @islamiclaw.patiya

ফোন নং: ০১৮৫৬৬১৮৩৬৭ ০১৭০৩৮৩৯৯৯৭

মুফতি আহমদুল্লাহ দা.বা. ০১৭১৫৫০১৫৪০

মুফতি শামসুদ্দীন জিয়া ০১৮১৯৬৬৫১১৩

মুফতি জসিম উদ্দীন দা. ০১৮১১৬১০৫৫৪

মুফতি মানযুর সিদ্দিক ০১৮১৯৯৮০৯৮৬

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ