ফাতাওয়া-প্রশ্নোত্তর

বিবিধ

সমস্যা: আমার একটি সেলুনের দোকান আছে যাতে বিভিন্ন লোকদের সুন্নতপরিপন্থি চুল কাটতে ও দাঁড়ি সেভ করতে হয়, সুতরাং জানার বিষয় হল, সুন্নতপরিপন্থি চুল কাটার টাকা ও দাঁড়ি সেভিং এর টাকা আমার জন্যে হালাল হবে কিনা? শরীয়তের আলোকে জানিয়ে বাধিত করবেন।

নূর আহমদ

আনোয়ারা, চট্টগ্রাম

শরয়ী সমাধান: দাঁড়ি রাখা ওয়াজিব, একমুষ্টির কমে দাঁড়ি কাটা হারাম ও কবীরা গোনাহ। নাপিতের জন্যে দাঁড়ি সেভ করে টাকা নেওয়া হালাল হবে না, কারণ পাপ কাজের ওপর পারিশ্রমিক গ্রহণ করা জায়েয নয়। তাছাড়া এটা পাপ কাজের সহযোগিতাও বটে। আর পাপ কাজের সহযোগিতা করা জায়েয নেই। তবে চুল কাটার টাকা নেওয়া হালাল হবে, যেহেতু প্রত্যেক সুন্নাতপরিপন্থী কাজ معصيت (গোনাহ)-কে আবশ্যক করে না, তবে সর্বাবস্থায় জীবিকা নির্বাহের জন্য পরিপূর্ণ হালাল পন্থা অবলম্বন করা জরুরি।

সূরা বাকারা: ২০৮, সূরা হাশর: ৭, সূরা মায়েদা: ২, রদ্দুল মুহতার ৬/৩১৭, মাজমাউল আনহুর ৪/১৮৮, আল-মাউসুআতুল ফিকহিয়া ৩৫/২২৫

সমস্যা: আমার একটা বদ অভ্যাস আছে, তা হল, আমি নখ খুব কম কাটি। তাই প্রায় সময় আমার নখের ভিতর ময়লা জমে থাকে। একজন ব্যাক্তি বললেন, তোমার নখের ভিতর ময়লা থাকার কারণে তোমার অযু শুদ্ধ হয় না, তাই তোমার নামাযও হচ্ছে না। এখন আমি চিন্তায় পড়ে গেলাম। এখন কি আমার আগের সব নামায আবার পড়ে দিতে হবে?

আজিজুল হক

ফটিকছড়ি, চট্টগ্রাম

শরয়ী সমাধান: নখের ভিতর ময়লা জমে থাকলেও অযুর সময় সে অংশ ভিজে গেলে অযু হয়ে যায়। তাই আপনার নামায আদায় হয়ে গেছে। তা কাযা করতে হবে না। উল্লেখ্য হাত-পায়ের নখ সপ্তাহে একবার কাটা উত্তম। বর্ণিত আছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাযি.) প্রতি শুক্রবার মোচ ও নখ কাটতেন।

ফতওয়ায়ে তাতারখানিয়া ১/২৭৮,  ফতওয়ায়ে আলমগীরী ১/৬৪


বিভাগীয় নোটিশ
দৈনন্দিন জীবনের যেকোনো সমস্যার শরয়ী সমাধান জানতে আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার ফতওয়া বিভাগে প্রশ্ন পাঠাতে পারেন। এজন্য সরাসরি যোগাযোগ বা বিভাগের জন্য নির্দিষ্ট ফোনে যোগাযোগ করুন। প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ই-মেইল বা ফেসবুক ফ্যান-পেইজেও।

★ফতওয়া বিভাগ★

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

ই-মেইল: daruliftapatiya@gmail.com

পেইজলিংক: @islamiclaw.patiya

ফোন নং: ০১৮৫৬৬১৮৩৬৭ ০১৭০৩৮৩৯৯৯৭

মুফতি আহমদুল্লাহ দা.বা. ০১৭১৫৫০১৫৪০

মুফতি শামসুদ্দীন জিয়া ০১৮১৯৬৬৫১১৩

মুফতি জসিম উদ্দীন দা. ০১৮১১৬১০৫৫৪

মুফতি মানযুর সিদ্দিক ০১৮১৯৯৮০৯৮৬

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ