সাওম-রোযা
সমস্যা: এক ব্যক্তি চোখের অসুস্থতার কারণে ড্রপ ব্যবহার করে এবং ওষুধের তিক্ততা গলায় অনুভব করে। প্রশ্ন হল, রোযা অবস্থায় এ ধরনের ড্রপ ব্যবহার করলে রোযা ভেঙে যাবে কি? দয়া করে জানাবেন।
মুনিরুল্লাহ
লামা, বান্দরবান
শরয়ী সমাধান: না, রোযা অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করার কারণে গলায় ওষুধের তিক্ততা অনুভূত হলেও রোযা নষ্ট হয় না। সুতরাং রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে। কোনো সমস্যা নেই।
তাতারখানিয়া ৩/৩৭৯, রদ্দুল মুহতার ২/৩৯৫, বাদায়েউস সানায়ে ২/২৪৪, হিন্দিয়া ১/২০৩
বিভাগীয় নোটিশ
দৈনন্দিন জীবনের যেকোনো সমস্যার শরয়ী সমাধান জানতে আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার ফতওয়া বিভাগে প্রশ্ন পাঠাতে পারেন। এজন্য সরাসরি যোগাযোগ বা বিভাগের জন্য নির্দিষ্ট ফোনে যোগাযোগ করুন। প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ই-মেইল বা ফেসবুক ফ্যান-পেইজেও।
★ফতওয়া বিভাগ★
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
ই-মেইল: daruliftapatiya@gmail.com
পেইজলিংক: @islamiclaw.patiya
ফোন নং: ০১৮৫৬৬১৮৩৬৭ ০১৭০৩৮৩৯৯৯৭
মুফতি আহমদুল্লাহ দা.বা. ০১৭১৫৫০১৫৪০
মুফতি শামসুদ্দীন জিয়া ০১৮১৯৬৬৫১১৩
মুফতি জসিম উদ্দীন দা. ০১৮১১৬১০৫৫৪
মুফতি মানযুর সিদ্দিক ০১৮১৯৯৮০৯৮৬