সালাত-নামায
সমস্যা: সিজদা অবস্থায় কোনো ব্যক্তির পা যদি মাটি থেকে উঠে যায়, তাহলে তার নামায শুদ্ধ হবে কি না দয়া করে জানিয়ে বাধিত করবেন।
মায়মুন করীম
উখিয়া, কক্সবাজার
শরয়ী সমাধান: আমাদের হানাফী মাযহাব মতে, সিজদার সময় মাটিতে পা রাখা ফরজ। তাই নামায শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে এক পা বা তার কিছু আঙ্গুল মাটিতে লেগে থাকা শর্ত, তবে উভয় পায়ের কোনো অংশ যদি মাটিতে লাগা অবস্থায় না থাকে, তাহলে তার সেজদা হবে না এবং নামাযও শুদ্ধ হবে না।
ফতওয়ায়ে আলমগীরী ১/৭০, শামী ২/১৩৫
বিভাগীয় নোটিশ
দৈনন্দিন জীবনের যেকোনো সমস্যার শরয়ী সমাধান জানতে আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার ফতওয়া বিভাগে প্রশ্ন পাঠাতে পারেন। এজন্য সরাসরি যোগাযোগ বা বিভাগের জন্য নির্দিষ্ট ফোনে যোগাযোগ করুন। প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ই-মেইল বা ফেসবুক ফ্যান-পেইজেও।
★ফতওয়া বিভাগ★
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
ই-মেইল: daruliftapatiya@gmail.com
পেইজলিংক: @islamiclaw.patiya
ফোন নং: ০১৮৫৬৬১৮৩৬৭ ০১৭০৩৮৩৯৯৯৭
মুফতি আহমদুল্লাহ দা.বা. ০১৭১৫৫০১৫৪০
মুফতি শামসুদ্দীন জিয়া ০১৮১৯৬৬৫১১৩
মুফতি জসিম উদ্দীন দা. ০১৮১১৬১০৫৫৪
মুফতি মানযুর সিদ্দিক ০১৮১৯৯৮০৯৮৬