প্রসঙ্গঃ টাকার বিনিময়ে এতেকাফের বিধান
সমস্যা: আমাদের মহল্লার মসজিদে ইতেকাফের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না। মহল্লাবাসী মিলে অন্য মহল্লার একজনকে টাকার বিনিময়ে এতেকাফে বসানোর ইচ্ছা করেছেন৷ প্রশ্ন হচ্ছে, এভাবে টাকা দিয়ে ইতেকাফে বসানোর দ্বারা ইতেকাফের দায়িত্ব আদায় হবে কি না?
সমাধান: বিনিময় নিয়ে ইতেকাফ করা বা করানো সম্পুর্ন না-জায়েয। কারণ ইতেকাফ একটি ইবাদত। আর ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া উভয়টি নাজায়েয। ঐ লোকের ইতেকাফের দ্বারা সুন্নতে মুয়াক্কাদা এর দায়িত্ব আদায় হবে না। মহল্লাবাসী গুনাহগার হবে ৷
দলীল:
জামে তিরমিযী ১/৫১;
বাদায়েউস সানায়ে ২/৪৪;
খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪;
খানিয়া ২/৩২৫৷
ফতওয়া নং ৩৭
উত্তর লিখনে-
★ ফতওয়া বিভাগ ★
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
ই-মেইল: daruliftapatiya@gmail.com
পেইজলিংক: @islamiclaw.patiya
ফোন নং:
০১৮৫৬৬১৮৩৬৭
০১৭০৩৮৩৯৯৯৭
মুফতি আহমদুল্লাহ দা.বা.
০১৭১৫৫০১৫৪০
মুফতি শামসুদ্দীন জিয়া
০১৮১৯৬৬৫১১৩
মুফতি জসিম উদ্দীন দা.
০১৮১১৬১০৫৫৪
মুফতি মানযুর সিদ্দিক
০১৮১৯৯৮০৯৮৬