প্রবীণ আলেমেদীন মাওলানা নুরুল ইসলাম রহ.-এর ইন্তিকালে জামিয়া প্রধানের গভীর শোক প্রকাশ

প্রবীণ আলেমেদীন মাওলানা নুরুল ইসলাম রহ.-এর ইন্তিকালে জামিয়া প্রধানের গভীর শোক প্রকাশ

কক্সবাজার জেলার প্রবীণ আলেমেদীন, বড় মহেশখালী নতুন বাজার এমদাদীয়া কাসেমুল উলূম (বড় মাদরাসা)-এর সম্মানিত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম রহ.-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র মুহতামিম ও শায়খুল হাদিস, আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ)।

আল্লামা বোখারী (দাঃ বাঃ) আজ (৭ই জুন ২০২০) এক শোকবার্তায় মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তাঁর উচ্চ মর্যাদার জন্য মহান প্রভুর দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন।

উল্লেখ্য যে, মাওলানা নুরুল ইসলাম রহ. গতকাল ০৬ জুন ২০২০ ইং (শনিবার) আনুমানিক রাত ৮ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ১১ ঘটিকার সময় মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আল্লামা বোখারী বলেন, মাওলানা নুরুল ইসলাম রহ. ছিলেন একজন দক্ষ পরিচালক, সদালাপী, উদারমনা ও বিজ্ঞ আলেমেদীন। তাঁর দক্ষ পরিচালনায় নতুন বাজার বড় মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। মাদরাসার আর্থিক উন্নয়নের পাশাপাশি পড়া-লেখার উন্নয়নের প্রতি তাঁর তীক্ষ্ণ নজর ছিল। তাই, দিনদিন মাদরাসার পড়া-লেখা ও প্রশাসনিক ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছে। তিনি খুবই একনিষ্ঠতা ও দক্ষতার সাথে মাদরাসা পরিচালনা করেছেন। তাঁর ইন্তিকালে মাদরাসা পরিচালনা জগতে বড় শূণ্যতা সৃষ্টি হয়েছে।

আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং তাঁর ভক্ত-অনুরক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

আল্লাহ তাআলা তাঁর খেদমতগুলো কবুল করতঃ তাঁকে জান্নাতুল ফিরদাউসের সু-উচ্চ মাকামে সমাসীন করুন, আমীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ