প্রধানমন্ত্রীকে আল্লামা আব্দুল হালিম বোখারী’র ধন্যবাদ!
কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম, ইত্তেহাদুল মাদারীস বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আল্লামা আব্দুল হালিম বোখারী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা আব্দুল হালিম বোখারী বলেন, কওমি সনদের স্বীকৃতি দেশের কওমি ধারার দীর্ঘদিনের দাবি। কওমি ধারায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সাংবিধানিক এই অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন দাবী জানিয়ে আসছিলো আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারীস বাংলাদেশসহ কওমি মাদরাসা ভিত্তিক শিক্ষাবোর্ডগুলো।
তিনি আরো বলেন, কওমী শিক্ষা সিলেবাসের স্বীকৃতি আইন মন্ত্রীসভায় অনুমোদন হওয়ার মাধ্যমে সনদের স্বীকৃতিতে আরেকধাপ গতি পেয়েছে। এখন সরকারের প্রয়োজন আন্তরিকতার সাথে দ্রুততম সময়ে সংসদে আইন বাস্তবায়ন করা। স্বতন্ত্র ও স্বকীয়তা বজার রাখার শর্তে স্বীকৃতি আইনটি সরকারের সাহসী পদক্ষেপে সম্পন্ন করার আহবান জানান তিনি।