পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে জামিয়া প্রধান আল্লামা আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ) এর জামিয়া ত্যাগ আজ ০৩-০৮-২০১৯ খৃষ্টাব্দ মোতাবেক পহেলা জিলহজ্ব সকাল ৫ টায় পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে জামিয়া পটিয়ার প্রধান পরিচালক, হাকীমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিজাহুল্লাহ) জামিয়া ত্যাগ করেন। হযরতের সফর সঙ্গী হিসাবে আছেন মাওলানা রেজাউল করীম বোখারী হাফিজাহুল্লাহ।
আজ বাদে ফজর জামিয়ার ছাত্র-শিক্ষকগণ জামিয়া প্রধানকে বিদায় জানান। বিদায়কালে হযরত বলেন, আল্লাহ বলেন, পরিপূর্ণভাবে হজ্ব-ওমরা পালন করো। আর আমরা হলাম নাকেচ-অপূর্ণ মানুষ, আমাদের পক্ষে পরিপূর্ণভাবে হজ্ব পালন করা সম্ভব নয়। তারপরেও যেহেতু সেখানে যাওয়ার তাওফীক হচ্ছে তাই যথাসম্ভব পরিপূর্ণ হজ্ব পালন করার জন্য আপনাদের সকলের নিকট দোয়া চাই। আল্লাহ, আপনাদেরকে এবং জামিয়াকে হিফাজত করুন, আমীন।
হযরতের বিদায়কালে উপস্থিত ছিলেন, জামিয়ার মুঈনে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, আল্লামা আমিনুল হক, মুফতি জসীমুদ্দিন কাসেমী, মাওলানা ইউনুচ বেদিল, ক্বারী আহমদুল হক্ব, মাওলানা জাফর সাদেক, মাওলানা জামালুদ্দিন, মাওলানা মন্জুর সিদ্দিক, মাওলানা সলিমুদ্দিন মাহদি, মাওলানা কামালুদ্দিন প্রমূখ।
উল্লেখ্য যে, আগামীকাল বিকাল ৩টায় ঢাকা থেকে সৌদির উদ্দেশ্যে রাওনা এবং ২৩ আগষ্ট পবিত্র হজ্ব আদায় করে দেশে ফেরার কথা রয়েছে। জামিয়ার সকল ছাত্র-শিক্ষক হযরতের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছে এবং প্রভূর দরবারে ফরিয়াদ করছে যেন, আল্লাহ হযরতকে হজ্বে মাবরুর নসীব করে আবারো জমিয়ায় ফিরে আসার তাওফীক দান করেন, আমীন।