(ক) আঞ্জুমানের সাধারণ সম্পাদকের মনোনয়ন ও সুপারিশে আঞ্জুমানের সভাপতি আঞ্জুমানভুক্ত মাদ্রাসাসমূহের মজলিসে শোরায় অনুমোদন দান করবেন।
সভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি বা সাধারণ সম্পাদক অনুমোদন দান করতে পারবেন।
খ) প্রতিটি মাদ্রাসার নিকটবর্তী কাওমী মাদ্রাসাসমূহের মুহতামিমগণ এবং স্থানীয় আদর্শ, সুন্নাতের পাবন্দ, বিদআতমুক্ত ও মাদ্রাসার হিতাকাংখী ওলামাদের মধ্য থেকে শোরর সদস্য মনোনয়ন করা হবে। বিশেষ পরিস্থিতির কারণে স্বল্প সংখ্যক গাইরে আলেম সদস্য নেয়া যাবে।
(গ) মজলিসে শোরা একটি স্থায়ী মজলিস হিসাবে পরিগণিত হবে। তবে আঞ্জুমান কর্মকর্তাগণ প্রয়োজনে এর পূণর্গঠন করতে পারবেন। এতে কোন কারণ প্রকাশ্যে বর্ণনা করা আবশ্যকীয় হবে না।
ঘ) মজলিসে শূরার সদস্য সংখ্যা মাদ্রাসার মান অনুসারে অনূন ১১ জন ও অনুগ্ধ ২৫ জন হতে পারবে।