(ক) মাদ্রাসাসমূহের পরিচালকদের পরিচিতি সদর মুহতামি, মুহতামিম, নির্বাহী মুহতামিম, নায়েবে মুহতামিম, মুঈনে মুহতামিম ইত্যাদি হবে।
(খ) বিভাগীয় পরিচালকের পরিচিতি নাজেমে তালীমাত, নাজেমে দারুত্তোলবা এবং নাজেমে শোবায়ে তাফসীর প্রভৃতি ভাষায় হবে।
(গ) স্কুল-কলেজ ও সরকারী মাদ্রাসাসমূহের ব্যবহৃত ভাষা সম্পূর্ণরূপে বর্জনীয় ।