(ক) আঞ্জুমানভুক্ত সকল মাদ্রাসার আদর্শ ও চিন্তাধারা হবে আহলে-সুন্নাত ওয়াল-জমাতের আদর্শ ও চিন্তাধারার অনুসারী।
(খ) মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও পরিচালনার ক্ষেত্রে মূলতঃ দারুল উলুম দেওবন্দই হবে অনুকরণীয় ও অনুসরণীয়।
(গ) মাদ্রাসা শিক্ষার অতীত গৌরব ও ঐতিহ্য অক্ষুন্ন রাখার স্বার্থে এবং দ্বীনী শিক্ষার নিজস্ব ভাবধারা ও স্বকীয় মর্যাদা রক্ষার লক্ষ্যে সরকারী নিয়ন্ত্রণ মুক্ত থাকা।
(ঘ) সকল ছাত্র-শিক্ষক প্রতিটি আচরণে, লেবাসে-পোশাকে এবং দৈনন্দিন কার্যক্রমে সলফে-সালেহীনের অনুসরণ করা।
(ঙ) মাদ্রাসার পরিচালক, শিক্ষকবৃন্দ, কর্মচারীগণ এবং সকল ছাত্র উপরোল্লিখিত লক্ষ্য-উদ্দেশ্য ও আদর্শের অনুসারী হওয়া অপরিহার্য হবে।