(ক) উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্ত সার্বিক প্রচেষ্টা চালানো।
(খ) দ্বীনের হেফাজতের নিমিত্ত বিশুদ্ধ ইসলামী আকীদা-বিশ্বাস ও চিন্তাধারার ব্যাপক প্রচার-প্রসারের সাথে সাথে বিভিন্ন উপায়ে বাতিল মতবাদ ও যাবতীয় কুসংস্কার যথাসাধ্য মোকাবেলা করে যাওয়া।
(গ) সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মুসলিম জনসাধারণকে ধ্বংসাতক মিশনারী তৎপরতার কবল থেকে রক্ষা করা।
(ঘ) বাতিল সম্প্রদায়গুলোর অপপ্রচার রোধকল্পে আহলে সুন্নাত ওয়াল-জমাত, বিশেষতঃ আকাবেরে দেওবন্দের লিখিত পুস্তক-পুস্তিকার ব্যাপক প্রচারের ব্যবস্থা করা এবং বিভিন্ন স্থানে দ্বীনী পাঠাগার চালু করার চেষ্টা করা।
(ঙ) আঞ্জুমান কর্তৃক গৃহীত কর্মসূচী, নীতি-পদ্ধতি, নেসাবে তালীম, তরীকে তালীম ও মারকাজী পরীক্ষা-কর্মসূচী অনুসরণ ও কার্যকরী করণ ।