ক) যদি কোন মাদ্রাসার মুহতামিম যথারীতি মাদ্রাসার শোরা অধিবেশন আহব্বান না করেন এবং আঞ্জুমান কতৃপক্ষ শোরা আহব্বানের নিদেশ দেয়া সত্ত্বেও মুহতামিম সে দিকে ভ্রুক্ষেপ না করেন, তবে আঞ্জুমানের সভাপতি বা নাজেম তলবী সভা আহব্বান করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।
খ) তলবী সভা এক সপ্তাহের নোটিশে আহবান করা যাবে।
গ) অত্র তলবী সভায় মুহতামিমকে অপসারণের বিষয় বিশেষভাবে বিবেচনা করা যাবে।