ক) শোরা বা আমেলা কতৃক মনোনীত অডিটরগণ মাসিক ও বাষিক অডিট করবেন। এটা প্রতি মাদ্রাসার জন্য অপরিহার্য। অডিটের পর যাবতীয় হিসাব শোরায় অনুমোদন করে নিতে হবে।
খ) পরবতীতে চার্টার্ড একাউন্টের দ্বারা অডিট করানো উত্তম হবে।
গ) আঞ্জুমান কর্তৃক নিযুক্ত পরিদর্শকও পরিদর্শনকালে হিসাবের পরীক্ষা নিরীক্ষা করবেন।