ধারা নং- ৩৪ : মাদ্রাসার শিক্ষার স্তরসমূহ

ক) মাদ্রাসা সমূহে সাধারণ দ্বীনি শিক্ষার বিভিন্ন স্তর নিম্মরূপ হবেঃ-

ইবতেদাইয়্যাহ :      ফোরকানিয়া ১ম ও ২য় বর্ষ

এবং দোয়াজদাহুম থেকে জমাতে দাহুম পর্যন্ত          ৫ বছর

মুতাওয়াসসিতাহ :    নাহুম – হাশতুম                   ২ বছর

সানবিয়্যাহ আম্মাহ :  হাফতুম – শাশুম                  ২ বছর

সানবিয়্যাহ খাচ্ছাহ : পাঞ্জুম-চাহারুম                    ২ বছর

আলিয়্যাহ :           সুয়াম- দুয়াম                        ২ বছর

আলমিয়্যাহ :          দাওরায়ে হাদীস                   ২ বছর

মোট ১৫ বছর

 

খ) তাখাসসুসাতঃ

তাখাসসুস ফি- উলুমিল কোরআন           ১ বছর

তাখাসসুস ফি উলুমিল হাদীস                ১ বছর

তাখাসসুস ফিলফিকহ্                         ২ বছর

তাখাসসুস ফিললুগাতিল আরবিয়্যা          ২ বছর

তাখাসসুস ফিললুগাতিল ওয়াতানিয়্যাহ      ২ বছর

তাখাসসুস ফি তাকমীলিদ্দীনিয়াত            ১ বছর

তাখাসসুস ফিল উলুমিল আকলিয়্যাহ       ১ বছর

তাখাসসুস ফিল ইকতেছাদিল ইসলামী      ১ বছর

গ) কেরাত বিভাগের শিক্ষাকাল মাদ্রাসার শিক্ষাগত আয়োজন ভেদেগ ২ বছর বা ১ বছর থাকবে।

ঘ) প্রয়োজনে এছাড়া অন্যান্য তাখাসুসাত বা বিভাগ খোলা হবে।

ঙ) যে কোন মাদ্রাসায় কোন জমাত পর্যন্ত শিক্ষা চালু থাকবে তা আঞ্জুমান যাচাই করে সিদ্ধান্ত দিবে।

চ) কোন মাদ্রাসায় নতুন কোন শ্রেণী খোলতে ইচ্ছা করলে আঞ্জুমানের অনুমতি প্রয়োজন হবে। অনুমতির জন্য আবেদন করার পর আঞ্জুমান যথাযথ যাচাই ও তদন্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ