ক) এমদাদী খোরাকী পাওয়ার জন্য জাকাতের উপযোগী দরিদ্র হওয়া শর্ত।
খ) প্রতিটি পরীক্ষায় গড়ে শতকরা ৬০ নম্বর না পেলে এমদাদী খোরাকী পাবে না। তবে বিশেষ ক্ষেত্রে মুহতামিমের বিশেষ বিবেচনা করার অধিকার থাকবে।
গ) নতুন ছাত্ররা ভর্তি পরীক্ষায় শতকরা ৬০ নম্বর পেলে এমদাদী খোরাকী পাবে। তবে প্রথম এক মাসের খোরাকী নিজে বহন করতে হবে। এর চেয়ে কম নম্বর পেলে নাজেমে তালীমাতের মন্তব্যের ভিত্তিতে মুহতামিম সিদ্ধান্ত প্রদান করবেন।
ঘ) প্রতি শিক্ষা বছরের শুরুতে এবং কোরবানীর বন্ধের পর প্রতি ছাত্র কমপক্ষে এক মাসের খোরাকীর পরিমাণ তাহছীল মাদ্রাসায় জমা দিবে। অন্যথায় যে পরিমাণ তাহছিল কম হবে সে পরিমাণ খোরাকী নিজ দায়িত্বে থাকবে।