ক) প্রতি বছর ২৫ শাবান থেকে ৫ই শাওয়াল পযন্ত রমজান উপলক্ষে মাদ্রাসা বন্ধ থাকবে। তাবে হেফজ বিভাগ ও নাজেরার বন্ধ ২১ রমজান থেকে আরম্ভ হবে।
খ) কোরবানী উপলক্ষে মাদ্রাসা ৫ই জিলহাজ¦ থেকে ১৬ই জিলহাজ্ব পর্যন্ত বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে মুহতামিম এতে রদবদল করতে পারবে।
গ) প্রতি শুক্রবার বিভিন্ন কাযালয় ও মতবখ ছাড়া বাকী বিভাগগুলো বন্ধ থাকবে।
ঘ) সাময়িক পরীক্ষার প্রস্তুতির জন্য তিন দিন এবং বার্ষিক পরীক্ষার প্রস্ততির জন্য ১৫ দিন সবক বন্ধ থাকবে।
ঙ) ধান্য মৌসুমে মাদ্রাসার আর্থিক প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ দেওয়া যাবে।
চ) বন্ধকালীন সময়ে কোন শিক্ষক বা কমচারীকে মুহতামিম মাদ্রাসার বিশেষ কোন কাজের জন্য নির্দেশ প্রদান করলে তিনি তা করার জন্য বাধ্য থাকবেন। তবে তাঁর জন্য বিশেষ এমদাদ পাবেন।