ক) মাদ্রাসার শিক্ষাবর্ষ ৬ই শাওয়াল আরম্ভ হয়ে ২৪ শে শাবান পযন্ত শেষ হবে।
খ) অথবষ ১লা শাবান থেকে আরম্ভ হয়ে ৩০শে রজব পর্যন্ত সমাপ্ত হবে।
গ) সবকের সময় ১০ বা ১০:৩০ ঘটিকায় শুরু হয়ে আসরের নামাজ পর্যন্ত গণ্য হবে। মাঝখানে জোহরের নামাজের জন্য বিরতি থাকবে ৪৫ মিনিট।
ঘ) বিভিন্ন বিভাগ ও কাযালয়ের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিগণ মুহতামিমের সাথে পরামর্শক্রমে নির্ধারিত করবেন।
ঙ) নাজেরা ও হেফজ বিভাগের সময় মুহতামিম সাহেব মজলিসে এলমীর পরামর্শক্রমে নির্ধারণ করবেন।