ক) ধারা নং ২৮ এর চ ও ছ ছাড়া বাকী নিয়ম কানুনের বরখেলাফ করলে তালীমাত কতৃক উপযোগী শাস্তির পদক্ষেপ নিবে।
খ) ধারা নং- ২৯ এর বণিত নিয়ম কানুনের বিরুদ্ধাচরণ করলে নাজেমে দারুত্তোলবা অবস্থার পরিপ্রেক্ষিতে সতর্কতা প্রদান বা উপযোগী শাস্তি প্রদান করবেন।
গ) কোন ছাত্রকে ধারা নং-২৮ এর চ ও ছ এ বণিত কানুনের বিরুদ্ধাচরণ করতে পাওয়া গেলে তাকে বহিস্কার করা যাবে।
ঘ) কোন ছাত্রকে ধারা নং ২৮ এর চ ও ছ ছাড়া অন্যান্য নিয়ম কানুন এবং ২৯ এ বণিত যাবতীয় নিয়ম কানুনের বরখেলাফ করার কারণে সতর্ক করা এবং শাস্তি প্রদান করার পরও যদি সে বারংবার অপরাধ করছে বলে প্রমাণিত হয় তবে তাকে বহিস্কার করা যাবে।
ঙ) যদি কোন ছাত্র চুরি করেছে বলে প্রমাণিত হয় তবে তাকে বহিস্কার করা যাবে।
চ) কোন ছাত্র মারাত্মক ঝগড়া বিবাদ বা মাদ্রাসার বিরুদ্ধে ধ্বংসাত্মক কাযকলাপে বা মারাত্মক চরিত্রহীনতায় দোষী প্রমাণিত হলে তাকে বহিস্কার করা হবে।
ছ) কোন ছাত্র বিনা ছুটিতে এক নাগাদ এক মাস অনুপস্থিত থাকলে তাকে বহিস্কৃত গণ্য করা হবে। তসে সে নিদ্ধারিত ফি দিয়ে মুহতামিমের অনুমতিতে পুণঃভর্তি পেতে পারে।