আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস -এর ১৭/৬/১৩ হি. মোতাবেক ১২/১২/৯২ ইং তারিখে অনুষ্ঠিত মজলিসে শো’রার সাধারণ অধিবেশনে অত্র দস্তুর অনুমোদন লাভ করার সময় থেকে এর কার্যকরীকরণের তারিখ গণ্য হবে। এর কার্যকরীকরণের সাথে সাথে আঞ্জুমানের পূর্বের যাবতীয় দস্তুরুল মাদারিস রহিত গণ্য হবে।