ধারা নং-২৯: দারুত্তোলবার ছাত্রদের নিয়ম-কানুন

ক) তারা নাজেমে দারুত্তোলবার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। তাদের জন্য যাবতীয় নির্দেশ মেনে চলা একান্ত কর্তব্য।

খ) সবকের সময় ছাড়া অন্য সময়ে তাদের তাকরার ও নিজে লেখাপড়া করার জন্য নিম্মলিখিত সময় নিধারিত থাকবে।

১) মাগরিবের নামাজের পর থেকে রাত ১১ টা পর্যন্ত।

২) শেষ রাত্রি ও ফজরের নামাজের পর থেকে সকাল ৯ঘটিকা পর্যন্ত।

গ) প্রতিদিন সকাল ৯ ঘটিকায় গোসলের ঘন্টা এবং ৯:৩০ ঘটিকায় খানার ঘন্টা হবে।

ঘ) আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত এবং সকাল ৯ ঘটিকার পর ১০:৩০ ঘটিকা পর্যন্ত সময়ে সকলেই ব্যক্তিগত প্রয়োজন সমাধা করবে।

ঙ) ছাত্রাবাসের ছাত্রদের জন্য চায়ের দোকানে বসা নিষিদ্ধ থাকবে। প্রয়োজনে নিজ কক্ষে এনে চা-নাস্তা করবে।

চ) নিজ নিজ আবাস কক্ষ এবং অগ্র-পশ্চাৎ পরিস্কার রাখা সকলের জন্য জরুরী।

ছ) পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদে জামাতে হাজির থাকা অপরিহার্য হবে।

জ) বিনা প্রয়োজনে অথবা সবক ও নিজের লেখাপড়া বা তাকরারের সময় বাজারে ঘোরাফেরা করা নিষিদ্ধ থাকবে।

ঝ) তাকরার ও লেখাপড়ার সময় নিজ কক্ষে বসে গল্প করা বা অন্য কাজ করা বা নিদ্রা গমন করা সম্পূণ নিষিদ্ধ।

ঞ) তাকরার বা লেখাপড়ার সময় বিশেষ প্রয়োজনে মাদ্রাসার বাইরে যেতে হলে নাজেমে দারুত্তোলবার অনুমতি নিতে হবে। তিনি না থাকলে অন্য কোন শিক্ষকের অনুমতি নিতে হবে।

ট) যে কোন সাথীর যে কোন জিনিস বিনা অনুমতিতে ব্যবহার মারাত্মক অপরাধ গণ্য হবে।

ঠ) নাজেমে দারুত্তোলবার সিদ্ধান্ত ছাড়া কোন সিট দখল বা নিজেদের মধ্যে সিটের রদবদল করা যাবে না।

ড) রেডিও শ্রবণ, নোবেল জাতীয় ও অশ্লীল বই-পুস্তক পাঠ, মোবাইল ব্যবহার অথবা আকাবেরে দেওবন্দের চিন্তাধারা বিরোধী বই-পুস্তক পাঠ নিষিদ্ধ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ