ক) প্রতিটি ছাত্র মাদ্রাসার আদশ লক্ষ্য উদ্দেশ্যেসমূহের অনুসারী হওয়া অপরিহার্য হবে।
খ) বিশেষ করে আকাবেরে দেওবন্দের আদশ ও চিন্তাধারার অনুসরণ একান্ত জরুরী হবে।
গ) সুন্নাতের পাবন্দ, চুল, দাড়ি, ও লেবাস পোষাক শরীয়ত সম্মত সলফে ছালেহীননের অনুকরণভিত্তিক হতে হবে।
ঘ) মাদ্রাসার যাবতীয় নিয়ম-কানুন সবাবস্থায় পুংখানুপুংখ মেনে চলতে হবে।
ঙ) মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দের সাথে সদাচরণ ও আদব রক্ষা করা অপরিহার্য হবে।
চ) কোন ছাত্র মাদ্রাসায় যে কোন রূপ সংগঠন করতে বা তাতে অংশগ্রহণ করতে পারবে না।
ছ) কোন সরকারী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
জ) কোন ছাত্র অন্য ছাত্রকে খারেজী পড়াতে বা তার তত্ত্বাবধান করতে পারবে না। কিন্ত কেউ যদি কোন ছাত্রের আইনতঃ অভিভাবক হয় তবে ভিন্ন কথা।
ঝ) কোন ছাত্র পূব অনুমোদিত ছুটি ব্যতিরেকে অনুপস্থিত থাকতে পারবে না।
ঞ) কোন ছাত্র অনুমতি ব্যতিরেকে এক ঘন্টার জন্যও সবকে অনুপস্থিত থাকতে পারবে না।
ট) কোন ছাত্র মাদ্রাসা কতৃপক্ষের অনুমতি ছাড়া জায়গীর গ্রহণ করতে পারবে না।