ধারা নং- ২৭: (ছাত্র সংক্রান্ত) ছাত্রদের ভর্তি

ক) ৬ই শাওয়াল থেকে কোরবানীর ছুটি পযন্ত সাধারণ ভর্তি চালু থাকবে। এরপর নাজেমে তালীমাত বিশেষ ক্ষেত্রে মুহতামিমের অনুমতিক্রমে ছাত্র ভর্তি করাতে পারবে।

খ) নিদিষ্ট ভর্তি ফরমে ছাত্রদেরকে ভর্তি করতে হবে। নতুন ছাত্রদের ভর্তি ফরমে ছাত্রদের বিস্তারিত ঠিকানা, অভিভারব নিধারণ , বয়স পূববতী মাদ্রাসার নাম ঐ মাদ্রাসার অনুমতিপত্রের বিষয়, বিগত বছরে পঠিত কিতাবসমূহের উল্লেখ, বতমানে কাম্য কিতাবসমূহের উল্লেখ, ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ম কানুন মানার প্রতিশ্রুতি ইত্যাদির জন্য নিদিষ্ট ঘর, নাজেমে দারুত্তোলবার ঘর এবং নাজেমে মাতবাখ নাজেমে তালীমাত ও মুহতামিমের মন্তব্য বা নিদেশের ঘর এবং ছাত্রের স্বাক্ষরের ঘর থাকতে হবে। আর পুরাতন ছাত্রদের ক্ষেত্রে পূববতী মাদ্রাসার বিষয় ছাড়া অন্যান্য সব বিষয় থাকবে। তবে বিভিন্ন সংশ্লিষ্টা বিভাগের রিপোটের ঘর থাকতে হবে।

গ) নতুন ছাত্রকে পূববতী মাদ্রাসার অনুমতি পত্র ছাড়া ভর্তি করা সম্পূণ অবৈধ হবে। ভতি করলে পূববর্তী মাদ্রাসা আঞ্জুমান কার্যলায়ে বিচারের প্রার্থনা করতে পারবে।

ঘ) ভর্তির সময় ছাত্রদেরকে বিশেষভাবে যাচাই করতে হবে এবং মাদ্রাসার আদশ, লক্ষ্য ও উদ্দেশ্যেসমূহ এবং মাদ্রাসার যাবতীয় নিয়ম-কানুন মেনে চলার জন্য পৃথক ফরমে প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে।

ঙ) নতুন ছাত্রকে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করতে হবে। তবে কোন ছাত্র বিগত বছরে কোন মাদ্রাসার আঞ্জুমান পরিচালিত মারকাজী পরীক্ষা পাশ করে থাকলে তাকে মারকাজী পরীক্ষার নম্বরের সনদের ভিত্তিতে পরীক্ষা ছাড়া ভর্তি করা যাবে।

চ) ভর্তির সময় ভর্তি ফিসসহ অন্যান্য সংশ্লিষ্ট চাজ বা চাঁদা নেয়া যাবে। তবে সকল ছাত্রের শিক্ষা বিনা বেতনে দেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ