ধারা নং- ২৬: শিক্ষক কমচারীর অব্যাহতি

ক) কোন শিক্ষক কমচারী মাদ্রাসার খেদমত ত্যাগের ইচ্ছা করলে তিনি অন্যূন এক মাস পূবে মুহতামিমকে লিখিতভাবে অবগত করবেন। অন্যথায় তার পক্ষে আঞ্জুমানভুক্ত কোন মাদ্রাসায় খেদমত গ্রহণ করা অবৈধ হবে। তবে মুহতামিম আকস্মিক অব্যাহতি লাভ অনুমোদন করলে তার বিরুদ্ধে অভিযোগ থাকবে না।

খ) যে কোন শিক্ষক কমচারীকে মাদ্রাসার খেদমত থেকে নিন্মলিখিত অজুহাতে সংশ্লিষ্ট কতৃপক্ষ অব্যাহতি দান করতে পারবে।

১) মাদ্রাসার আদশ লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থি আচরণ।

২) আকাবেরে দেওবন্দের চিন্তাধারা ও আদশের বিরুদ্ধাচরণ।

৩) মাদ্রাসার স্বাথবিরোধী ধ্বংসাত্মক কাযকলাপে জড়িত হওয়া।

৪) মাদ্রাসা কতৃপক্ষের আদেশ নিষেধ লংঘন করা।

৫) মারাত্মক চরিত্রহীনতা।

৬) নিজ দায়িত্বে অব্যাহত অবহেলা প্রদশন।

৭) ছুটি অনুমোদন ছাড়া এক নাগাদ এক মাস অনুপস্থিত থাকা।

৮) স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালনে অপারগতা।

প্রথম সাতটি ক্ষেত্রে যে কোন শিক্ষক কমচারী সতক করার পরও যদি নিজেকে সংশোধন না করেন তবে তাকে কারণ দশাও নোটিশ প্রদান করা হবে। অতঃপর কারণ দশানো যদি সন্তোষজনক না হয় তবে শরীয়ত সম্মত উপায়ে এ সকল দোষ প্রমাণিত হলে তাকে আমেলা অব্যাহতি দানের সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রকাশ থাকে যে, অব্যাহতির ক্ষেত্রে আঞ্জুমানের কর্মকর্তাদের সাথে পরামর্শ অপরিহার্য হবে এবং এ অব্যাহতি শোরার পরবতী অধিবেশনে অনুমোদন করাতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ