ক) প্রতিটি শিক্ষক কমচারী প্রতি মাসে দুই দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন। যদি কোন শিক্ষক প্রতি মাসে উক্ত ছুটি ভোগ না করে থাকেন তবে বছরের শেষের দিকে প্রয়োজনে এবং মাদ্রাসার শিক্ষা ক্ষেত্রে মারাত্মক ক্ষতি না হওয়া সাপেক্ষে এক সাথে জমা থাকা ছুটি ভোগ করতে পারবেন। যেহেতু উক্ত হিসাব মতে বছরে মোট ২২ দিন নৈমিত্তিক ছুটি হয় সুতরাং মুহতামিম সাহেব কোন শিক্ষককে বিশেষ প্রয়োজনে ছুটি জমা হওয়ার পূবে অগ্রিম ছুটি মঞ্জুর করতে পারবেন। তবে নবনিযুক্ত শিক্ষক কমচারী এ সুযোগ পাবেন না।
খ) নৈমিত্তিক ছুটি সবাবস্থায় মুহতামিমের অনুমোদনক্রমেই ভোগ করা যাবে।
গ) নবনিযুক্ত শিক্ষক-কমচারীও মাসিক দুদিন ছুটি ভোগ করতে পারবেন।
ঘ) শিক্ষক কমচারীগণ রোগের কারণে বছরে সবমোট এক মাস সবেতন ছুটি পাবেন। তবে মুহতামিম সাহেবের নিকট একথা প্রমাণিত হতে হবে যে তারা রোগজনিত কারণে শিক্ষকতা ও মাদ্রাসার খেদমতে সত্যিকারেই অপারগ হয়ে পড়েছেন। যদি রোগের মেয়াদ আরও দীঘ হয় তবে তারা বিনা বেতনে ছুটি পাবেন।
ঙ) কোন শিক্ষক কমচারী মুহতামিমের অনুমতি ব্যতিরেকে স্বল্প সময়ের জন্যও দায়িত্ব পালনে বিরত বা অনুপস্থিত থাকতে পারবে না। অন্যথায় মুহতামিম তার বেতন কতন করতে পারবেন।
চ) যেহেতু মুহতামিম সবক্ষণ মাদ্রাসার কাজে ব্যস্ত থাকেন সুতরাং শোরার সদর বা আমেলার অনুমোদন সাপেক্ষে তিনি অতিরিক্ত ছুটি ভোগ করতে পারবেন।
ছ) ছুটি অনুমোদন ছাড়া কোন শিক্ষক কমচারী অনুপস্থিত থাকলে মুহতামিম তার বেতন কতন করতে পারবেন। যদি কেউ নিদিষ্ট সমেয়র ছুটি অনুমোদিত হওয়ার পর বিশেষ কারণে ছুটি শেষ হওয়ার সাথে সাথে মাদ্রাসায় উপস্থিত হতে পারেননি তবে অবিলম্বে মুহতামিমের নিকট অননুমোদিত অনুপস্থিতির ছুটি মঞ্জুরীর জন্য দরখাস্ত করবেন। মুহতামিম বিষয়টি বিবেচনা করে ওজর বাস্তব মনে করলে ছুটি মঞ্জুর করবেন। অন্যথায় বেতন কতন করা হবে।
জ) হেফজ ও নাজেরার শিক্ষকগণ এবং মাতরাখ ও হিসাব বিভাগের কমচারীগণ এবং এ ধরনের অন্যান্য কমচারীগণ যেহেতু মাদ্রাসার সাধারণ ছুটি পরিপূণভাবে ভোগ করতে পারেন না সুতরাং তাদের বাষিক নৈমিত্তিক ছুটি মাসে তিন দিন ও বছরে ৩৩ দিন হবে।
ঞ) যে কোন বন্ধের সময় ও তৎপর মাদ্রাসা খোলার তারিখে কোন শিক্ষক কমচারী হাজির না থাকলে তিনি বন্ধের বেতন পাবেন না। আর একদিকে অনুপস্থিত থাকলে বন্ধের অধেক বেতন পাবেন না। অনুরুপ শুক্রবারের বেতন তারাই পাবেন যারা বৃহস্পতিবার ও শনিবার উপস্থিত থাকবেন। আর এ দু দিনের যে কোন একদিন অনুপস্থিত থাকলে শুক্রবারের বেতন অধেক পাবেন।