ধারা নং-২৪ : শিক্ষক কমচারীদের দায়িত্ব

ক) মাদ্রাসার শিক্ষক কমচারীগণ মাদ্রাসার আদশ লক্ষ্য ও উদ্দেশ্যের অনুসারী এবং তা বাস্তবায়নে তৎপর থাকবেন।

খ) তারা মুত্তাকী সুন্নতের পাবন্দ ও আদশ চরিত্রের অধিকারী হওয়া অপরিহায।

গ) তারা বিশেষতঃ আকাবেরে দেওবন্দের অনুসারী হওয়া জরুরী এবং তাদেরই চিন্তাধারা ও আদশ ছাড়া অন্য সব চিন্তাধারা ও আদশ বজন তাদের জন্য অপরিহায হবে।

ঘ) ছাত্রদেরকে আদশ মানুষ দ্বীনি জ্ঞানে বলিষ্ঠ এবং আমল আখলাকে উন্নত করে গড়ে তোলার জন্য প্রতিটি শিক্ষককে সজাগ ও তৎপর থাকতে হবে।

ঙ) শিক্ষক কমচারীগণ শোরা আমেলা মজলিসে এলমী মুহতামিম ও নাজেমে তালীমাত কতৃক প্রদত্ত যাবতীয় আদেশ নিষেধ অনুসরণে বাধ্য থাকবেন।

চ) তারা নিজে দলীয় সক্রিয় রাজনীতি থেকে মুক্ত থাকবেন এবং ছাত্রদেরকে দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখবেন।

ছ) শিক্ষকগণের জন্য নিধারিত সময়ের মধ্যে নিধারিত নেছাব (পাঠ্যসূচি) সমাপ্ত করা জরুরী। তারা শিক্ষা বছরের শুরু থেকে শেষ পযন্ত ভারসাম্য রক্ষা করে শিক্ষা দান করবেন।

জ) প্রতিটি সবকের ঘন্টায় ছাত্রদের হাজিরা করা শিক্ষকদের জন্য জরুরী হবে।

ঝ) শিক্ষক কমচারীগণ শিক্ষা দীক্ষায় উন্নয়ন সাধনের সাথে সাথে মাদ্রাসার জন্য প্রয়োজনীয় অথ সংগ্রহের জন্যও চেষ্টা করবেন। রমজান কোরবানী ও ধান্য মৌসুমের ছুটিতে তাদের জন্য মাদ্রাসার তাহসীলী কাজ করা অপরিহায। অন্যথায় মুহতামিম তাদের বেতন কতন করতে পারবেন। তবে ঐ সশয় কোন শিক্ষক কমচারী মাদ্রাসার পক্ষ থেকে কোন দায়িত্বে নিয়োজিত থাকলে তিনি এ ধারার আওতায় পড়বেন না।

ঞ) নবনিযুক্ত শিক্ষককে ছয়মাস পযন্ত অস্থায়ী গণ্য করা হবে।

ট) শিক্ষক কমচারীগণ শোরা আমেলা মজলিসে এলমী মুহতামিম ও নাজেমে তালীমাতের নিকট জবাবদেহ থাকবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ