ধারা নং-২২: মজলিসে এলমী

ক) মাদ্রাসার শোরা মাদ্রাসার শিক্ষা বিভাগের সুষ্ঠুপরিচালনা ও তদারকীর জন্য অন্যূন ৫ সদস্য বিশিষ্ট একটি মজলিসে এলমী গঠন করে দিবে।

খ) মাদ্রাসার মুহতামিম ও নাজেমে তালীমাত পদাধিকার বলে এ মজলিসের সদস্য থাকবেন।

গ) নাজেমে তালীমাত এ মজলিসের আহবায়ক থাকবেন।

ঘ) এ মজলিস শিক্ষকদের সবকের রুটিন তৈরী করবে এবং প্রয়োজনে রুটিন রদবদল করবে।

ঙ) তালীমাতের বিভিন্ন বিষয়ে নীতি নিধারণ এবং নিয়ম কানুন প্রণয়ন করবে এবং এগুলোর বাস্তবায়ন তদারকী করবে।

চ) তালীমাতের যাবতীয় কাযক্রম তদারক ও নিয়ন্ত্রণ করবে।

ছ) নাজেমে তালীমাতকে কাযে অবহেলা বা তালীমাতের অনিয়মের জন্য সতক করবে।

জ) শোরাকে নাজেমে তালীমাত নিযুক্তির ক্ষেত্রে পরামশ বা প্রয়োজনে নাজেম রদ বদলের প্রস্তাব পেশ করবে।

ঝ) মজলিসে এলমী শোরার নিকট জবাবদেহ থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ