ধারা নং- ২১: নাজেমে তালীমাতের (শিক্ষাবিভাগীয় পরিচালকের) যোগ্যতা এবং দায়িত্ব ও ক্ষমতা

ক) মাদ্রাসার নাজেমে তালীমাত মাদ্রাসার আদশ, লক্ষ্য ও উদ্দেশ্যেসমূহের অনুসারী , দ্বীনি জ্ঞানসমূহে পারদশী, তাকওয়া ও দ্বীদারীতে সমস্ত শিক্ষকের উদ্ধে, প্রভাব সম্পন্ন ও সুষ্টু মতামতের অধিকারী, অত্র বিভাগের তত্ত্বাবধান ও নিয়ম শৃঙ্খলা রক্ষার যোগ্যতা সম্পন্ন বিনয়ী ও কমতৎপরতা এবং মাদ্রাসার হিতাকাংখী হওয়া অপরিহায।

খ) তিনি মজলিসে এলমীর তত্ত্বাবধানে তালীমাতের সবোচ্চ দায়িত্বশীল ব্যক্তি হবেন।

গ) মাদ্রাসার শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ের তত্ত্বাবধান করবেন।

ঘ) নতুন ছাত্রদের ভতি পরীক্ষার ব্যবস্থা করে তার ভিত্তিতে তাদের ভতি করা বা না করার সিদ্ধান্ত গ্রহণ করবেন।

আর পুরাতন ছাত্রদের পরীক্ষার ফলাফল দেখে তাদের তারাক্কী দেয়া না দেয়ার সিদ্ধান্ত দিবেন।

ঙ) আঞ্জুমান কতৃক প্রদত্ত নেছাব মোতাবেক শিক্ষা চালু করবেন।

চ) শিক্ষাবষের শুরুতে মজলিসে এলমীর পরামশে শিক্ষকদের সবকের রুটিন করবেন বা প্রয়োজনে তাতে রদবদল করবেন।

ছ) সাময়িক এবং বাষিক পরীক্ষার ব্যবস্থা করবেন এবং পরীক্ষার ফলাফল যথাসময়ে নিদিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করে তা ঘোষণা করবেন। পুরস্কারের মান নিদ্ধারণ করবেন। অধিকন্ত অকৃতকায ছাত্রদের তালিকা তৈরী করে মুহতামিমের নিকট পেশ করবেন। যাতে প্রয়োজনীয় নিদেশ জারী করা যায়।

জ) প্রতি কিতাবের নেছাব পরিমাণ পাঠ সম্পন্ন করার ব্যবস্থা নিবেন।

ঝ) ছাত্রদের অনুদ্ধ ৫দিন ছুটি মঞ্জুর করবেন।

ঞ) তালীমের জন্য নিধারিত সময়ে ছাত্র শিক্ষকদের উপস্থিতি তদারকী করবেন এবং অনুপস্থিতির রিপোট তৈরি করবেন।

ট) শিক্ষকদের সাধারণ অবহেলার জন্য উপযোগী সতকতা প্রদান করবেন এবং মারাত্মক ক্রটি ও অবহেলার ক্ষেত্রে মুহতামিমকে রিপোট পেশ করবেন। আর ছাত্রদের অশুভ আচরণের জন্য তাদেরকে বহিস্কার ছাড়া সবপ্রকার সতকতার ও শাস্তির পদক্ষেপ নিবেন।

ঠ) তালীমাতের কাযক্রমের রিপোট মজলিসে এলমী আমেলা ও শোরা অধিবেশনে পেশ করবেন।

ড) ছাত্রদের লেখাপড়ার তৎপরতা এবং আমল আখলাকের তদারকী করবেন। বিভিন্ন সময়ে ওয়াজ নছীহতের মাধ্যমে তাদের তরবীয়ত জারী রাখবেন। আর চরিত্র বিধ্বংসী কাজের জন্য তাদের সংশোধন ব্যবস্থা নিবেন।

ঢ) যে সকল ছাত্র মাদ্রাসার নিয়ম কানুন আদশ লক্ষ্য ও উদ্দেশ্যেসমূহের বরখেলাফ আচরণে লিপ্ত হবে বা লেখা পড়ার কাজে মারাত্মক অবহেলা করবে বা ঝগড়া বিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা মাদ্রাসা কতৃপক্ষ অথবা শিক্ষকদের সাথে অসদাচরণ করবে বা সুন্নত বিরোধী কাজ করবে বা চরিত্রহীন সাব্যস্ত হবে তাদের বহিস্কার যোগ্য হওয়ার রিপোট মুহতামিমকে পেশ করবেন।

ণ) ছাত্রদের বিনামূল্যে খোরাকী জারী করা বা আংশিক খোরাকী জারী করার জন্য মুহতামিমকে সুপারিশ করবেন।

ত) তিনি ভতির সময় ছাত্রদের লেবাস, পোষাক, চুল, দাড়ির অবস্থা ও অন্যান্য বিষয় যাচাই করবেন এবং মাদ্রাসার যাবতীয় নিয়ম কানুন মেনে চলার জন্য লিখিত ওয়াদা নিবেন।

থ) মজলিসে এলমী তালীমাতের মূল তত্ত্বাবধায়ক বিধায় নাজেমে তালীমাত ও মজলিসে পরামশ ও সিদ্ধান্তগুলো অপরিহাযরূপে অনুসরণ করে চলবেন। অধিকন্তু সবক্ষেত্রে মুহতামিমের প্রতি অনুগত থাকবেন।

দ) তিনি শোরা, আমেলা মজলিসে এলমী ও মুহতামিমের নিকট জবাবদেহ থাকবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ