ক) এমদাদী কমিটি শোরার অনুমোদনের মাধ্যমে গঠিত হবে। এ কমিঠি শোরা আমেলার সিদ্ধান্ত অনুসারে এবং মুহতামিমের আহব্বানে মাদ্রাসায় সাহায্য করে যাবে। এর সদস্য সংখ্যা সীমিত নয়। মাদ্রাসার সকল হিতাকাংখী এর সদস্য হতে পারবে। অত্র কমিটি মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে শোরা বরাবর যে কোন সুপারিশ দাখিল করতে পারবে।
খ) মাদ্রাসার মুহতামিম অত্র কমিটির আহব্বায়ক থাকবেন।