ধারা নং- ১৫: সদস্যপদ বাতিল ও শূণ্যপদ পূরণ

ক) কোন সদস্যের ইন্তিকাল হলে।

খ) কোন সদস্য শোরা বা আমেলার তিনটি অধিবেশনে এক নাগাদ অনুপস্থিত থাকলে এবং শোরা কতৃক অত্র সদস্যের পদকে শূন্য বলে ঘোষণা করা হলে।

গ) কোন সদস্য পদত্যাগ করলে। এবং

ঘ) কোন সদস্য মাদ্রাসার আদশ, লক্ষ্য, উদ্দেশ্যের বরখেরাফ কমকান্ডে জড়িত বলে প্রমাণিত হলে- মজলিসে শোরা তার সদস্যপদ বাতিল ঘোষনা করে মনোনয়নের মাধ্যমে শূন্যপদ পূরণ করবে। তবে আঞ্জুমানের অনুমোদন জরুরী হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ