ক) মজলিসে আমেলার অধিবেশন প্রয়োজনে বরাংবার হতে পারবে তবে কমপক্ষে বছরে তিন বার হওয়া জরুরী হবে।
খ) মজলিসে আমেলার সাধারণ অধিবেশন ৩দিনের নোটিশে ও জরুরী সভা ২৪ঘন্টার নোটিশে আহব্বান করা যাবে।
গ) মুহতামিম সম্পাদক হিসাবে আমেলা অধিবেশন আহব্বান করবেন।
ঘ) ১০/ঘ, ১০/ ঙ, ১০/চ, ১০/ছ, ১০/জ, ১০/ট, ১০/ঠ, ও ১০/ড অনুসরণ করতে হবে।
ঙ) আমেলার সদস্যদের অধিকাংশের উপস্থিতিতে কোরাম পরিপূণ হবে।