ক) মজলিসে শোরা কতৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত করবে।
খ) মাদরাসা শিক্ষার আদশ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন কল্পে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করত : মজলিসে শোরার অধিবেশনে পেশ করবে।
গ) আঞ্জুমান কতৃক প্রদত্ত নিদেশাবরি বাস্তবায়নের রূপরেখা শোরার বিবেচনার জন্য পেশ করবে এবং অনুমোদনের পর নিদিষ্ট রূপরেখা বাস্তবায়িত করবে।
ঘ) মজলিসে শোরার অনুমোদন সাপেক্ষে শিক্ষক কমচারী নিয়োগ অপসারণ পদোন্নতি বা পদাবনতি করতে পারবে। তবে শিক্ষক কমচারী নিয়োগ বরখাস্তের ক্ষেত্রে আঞ্জুমানের কমকাতাদের পরামশ নেয়া জরুরী হবে। কিন্তু আমেলা নি¤œ বেতন ভোগী কমচারীদেরকে শোরা ছাড়ায় নিয়োগ বরখাস্ত করতে পারবে।
ঙ) বিশেষ প্রয়োজনে শোরা অধিবেশনে অনুমোদিত বাজেট বহিভূত ব্যয় অনুমোদন করতে পারবে, তবে শোরার পরবতী অধিবেশনে তার অনুমোদন লাভ করতে হবে।
চ) মজলিসে শোরায় পেশ করার জন্য বাজেট প্রণয়ন করবে।
ছ) শোরা অডিটর নিয়োগ না করে থাকলে আমেলা অডিটর নিয়োগ করতে পারবে।
জ) মাদরাসার প্রশাসন ও বিভাগীয় কাযাবলি তদারকি করবে এবং শোরায় রিপোট পেশ করবে।
ঝ) শিক্ষকদের আবেদন সমূহ বিবেচনা করে শোরার নিকট সুপারিশ করবে।
ঞ) নাজেমে তালিমাত নাজেমে দারুত্তোলবা ও বিভাগীয় নাজেম নিয়োগ করবে তবে শোরা এদের নিয়োগ করে থাকলে তাই বাস্ততবায়িত করবে।
ট) প্রয়োজনে মোহতামিম সাহেবকে যেকোন ব্যপারে ক্ষমতা অপণ করতে পারবে।
ঠ) প্রয়োজনে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত ও অপারেটর মনোনীত করতে পারবে তবে শোরার সিদ্ধান্তের পরিপন্থী না হওয়া জরুরী।