ধারা নং- ১১: মজলিসে শোরার ক্ষমতা ও দায়িত্ব

ক) মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে মজলিসে শোরা সবোচ্চ ক্ষমতার অধিকারী গণ্য হবে।

খ) দস্তুরের আলোকে মাদ্রাসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়ম কানুন ও কমসূচী প্রণয়ন করতে পারবে।

গ) মাদ্রাসার পূবোল্লিখিত আদশ,লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বাস্তবায়িত করবে এবং প্রয়োজনীয় বিভাগ প্রবতন উপ পরিষধ গঠন ও এগুলির দায়িত্ব সীমা নিদ্ধারণ করবে।

ঘ) সদর মুহতামিম মুহতামিম নিবাহী মুহতামিম নায়েব মুঈন শিক্ষক ও কমচারী নিয়োগ এবং তাদের অপসারণ পদোন্নতি ও পদাবনতি বেতন নিধারণ পদমযাদা দায়িত্ব ও অধিকারসমূহ নিধারণ এবং প্রয়োজন নতুন পদ সৃষ্টি বা বিলুপ্তি সাধন করবে। বিশেষতঃ নাজেমে তালীমাত নাজেমে দারুত্তোলা ও বিভাগীয় নাজেম নিয়োগ করবে।

তাবে নিয়োগ বরখাস্তের ক্ষেত্রে আঞ্জুমান কমকতাদের অনুমোদন লাভ করতে হবে। কিন্তষদু নি¤œ বেতনভোগী কমচারী ক্ষেত্রে নয়।

ঙ) মজলিসে আমেলা বা উপ পরিষদসমূহের সুপারিশমালা পযালোচনা করে তা অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবে।

চ) মাদ্রাসার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও তদারকী করবে।

ছ) বাষিক আয় ব্যয়ের বাজেট ও হিসাব অনুমোদন করবে এবং হিসাবের জন্য অডিটর নিয়োগ করবে।

জ) মাদ্রাসার উন্নয়ন কল্পে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ঝ) কোন সময় কোন মাদ্রাসার অচলাবস্থার সৃষ্টি হলে মজলিসে শোরা আঞ্জুমানের সাহায্য কামনা করবে।

ঞ) প্রয়োজনে মুহতামিম ও নিবাহী মুহতামিম সাহেবকে যে কোন ব্যাপারে ক্ষমতা অপণ করবে।

ট) মাদ্রাসার নামে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিবে এবং  তার পরিচালক নিয়োগ করবে।

ঠ) মজলিসে আমেলা গঠন করবে। তবে আঞ্জুমানের অনুমোদন লাভ করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ