ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে আল্লামা আব্দুল হালীম বোখারীর গভীর শোক প্রকাশ  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম-এর সম্মানিত মুহতামিম, হাকীমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হাফিযাহুল্লাহ) এবং তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান প্রভুর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে সবরে জামিল এবং জাতিকে উত্তম স্থলাভিষিক্ত দান করেন।

গণমাধ্যমে দেয়া এক শোক বার্তায় আল্লামা বোখারী বলেন, আমার সাথে শেখ মুহাম্মদ আব্দুল্লাহর ব্যক্তিগত সুসম্পর্ক ও হৃদ্যতা ছিল। তিনি আলেম-ওলামাদেরকে আন্তরিকভাবে ভালোবাসতেন। আমাকেও খুবই শ্রদ্ধা ও সম্মান করতেন। ধর্মীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়েই তিনি আমার কাছে পরামর্শ চাইতেন। বিভিন্ন ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওলামায়ে কেরামের মতামতকে গুরুত্ব দিতেন।

ছোটবেলা থেকেই তিনি হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.-এর সান্নিধ্য পেয়েই বড় হয়েছেন। তিনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আলেম-ওলামাদের সঙ্গে গভীর হৃদ্যতা ছিল তার। তিনি একজন বিনয়ী ও ধর্মভীরু ব্যক্তি ছিলেন। ধর্ম প্রতিমন্ত্রি হওয়ার পর খুব স্বল্প সময়ে তিনি ধর্মীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন।

আল্লামা বোখারী বলেন, গত বছর হজ্জ্বের সফরে শেখ মোহাম্মদ আবদুল্লাহ আমাদের সফরসঙ্গী ছিলেন। তখন তিনি অনেকবার আমার রুমে এসে খোঁজ-খবর নিয়েছেন। আমার খুব কাছে কাছে থাকতেন। তিনি আমাদের প্রতি যে আবেগ, আন্তরিকতা, হৃদ্যতা ও ভালোবাসা দেখিয়েছেন, তা কখনো ভুলার নয়। সত্যিই তার মৃত্যুতে আমরা একজন আলেমবান্ধব মন্ত্রী হারালাম।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করি, আল্লাহ যেন তার ক্রটি-বিচ্যুতিগুলো ক্ষমা করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ