দাওরায়ে হাদীসের ফলাফল প্রকাশ : সেরা দশে জামিয়া পটিয়ার চার কৃতীসন্তান, মেধাতালিকায় আট শিক্ষার্থী

দাওরায়ে হাদীসের ফলাফল প্রকাশ : সেরা দশে জামিয়া পটিয়ার চার কৃতীসন্তান, মেধাতালিকায় আট শিক্ষার্থী

আজ শনিবার সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (মাস্টার্স) কেন্দ্রীয় পরীক্ষার (১৪৪১ হিজরী মোতাবেক ২০২০ খৃষ্টাব্দ) ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর দাওরায়ে হাদীস কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন। উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০ এবং ছাত্রী ৫৭.২১।

মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।

বোর্ড ভিত্তিক পাসের হারে জামেয়া ইসলামিয়া পটিয়া পরিচালিত শিক্ষাবোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’ পাসের হার- ৭৮,৩৫ %, ‘তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’ পাসের হার ৯০.৬৪%, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ পাসের হার ৭২.৪৫%, ‘আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম’ পাসের হার ৬৮.৯৬ ‘বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা’ পাসের হার ৫৪.৩৭%,‘জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড’ পাসের হার ৫৩. ৩৫%।

আল-হামদুলিল্লাহ জামেয়া পটিয়ার শিক্ষার্থীরা অন্যান্য বছরের ন্যায় এ বছরও দাওরায়ে হাদীস পরীক্ষায় সাফল্য অর্জনের মাধ্যমে জামিয়ার সুনাম অক্ষুন্ন রেখেছে। এবারের ৪০ জনের মেধা তালিকায় আট জন ও (Top Ten) সেরা দশে চার জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছে।

যারা মেধাতালিকায় স্থান পেয়েছে..

১. মুহাম্মদ শাকের বিন মাওলানা জাফর সাদেক (২য়) প্রাপ্ত নম্বর: ৯২১

২. হাবীবুল্লাহ বাহার (৬ষ্ঠ) প্রাপ্ত নম্বর : ৯১২

৩. মোহাম্মদ মাসউদ মিনহাজ (৭ম) প্রাপ্ত নম্বর : ৯০৮

৪. আরেফ জমীল (১০ ম) প্রাপ্ত নম্বর : ৯০৪

৫. মোহাম্মদ বেলাল (২৪তম) প্রাপ্ত নম্বর : ৮৮৫

৬. আহমদ রদা (২৬তম) প্রাপ্ত নম্বর : ৮৮৩

৭. মুহাম্মদ নজীবুল্লাহ (২৯) প্রাপ্ত নম্বর : ৮৭৭

৮.মুহাম্মদ আব্দুল্লাহ (৩৫তম) প্রাপ্ত নম্বর : ৮৭১

জামিয়া কর্তৃপক্ষ মেধাতালিকায় অন্তর্ভূক্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছে।

হে আল্লাহ! তাদের সকলকে তোমার দ্বীনের খিদমতের জন্য কবুল করুন,আমীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ