‘তৃতীয় দফায় মিরসরাই থানার বন্যার্ত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া পরিচালিত “ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশ”

গত ০৫/০৯/২০২৪ ইং মিরসরাই থানায় “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ”( কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)-এর অন্তর্ভুক্ত মাদ্রাসাসমুহের শিক্ষকদের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের নির্বাহী সভাপতি, ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশ এর সভাপতি ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম হযরত মাওলানা মুফতী আবু তাহের কাসেমী নদভী দা. বা. ।
নগদ অর্থ প্রদান কর্মসূচিতে তার সাথে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর মহাসচিব ও “ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশ’র অন্যতম সদস্য ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি একরাম হোসাইন ওয়াদুদী, জামিয়ার শিক্ষক মুফতি মনযুর সিদ্দিক, মাওলানা হাবিবুল্লাহ ও মাওলানা সলিমুদ্দিন মাহদী কাসেমী ও স্থানীয় অনেক আলেম-উলামা উপস্থিত ছিলেন।
তাঁরা সকাল থেকে মিরেশ্বরাই জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসা, মোবারকগোনা মদিনাতুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা, হাবিলদারবাসা রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসা, মোহাম্মাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা, সীতাকুন্ড টেরিয়াল ইসলামিয়া মিসবাহুল মাদ্রাসাসহ আরও বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত আলেমদেরকে নগদ অর্থ প্রদান করেন।
ইসলামি ত্রাণ কমিটি বাংলাদেশের আজকের এই কার্যক্রমে স্থানীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মকসুদ আহমদ, মোবারকগোনা মদিনাতুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা নুর আলম, হাবিলদার বাসা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল সাহেব, মোহাম্মাদিয়া আজিজুর রহমান মাদ্রাসার মুহতামিম মাওলানা জমির উদ্দিনসহ আরো অনেক ওলামায়ে কেরাম।
আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়া কর্তৃক পরিচালিত ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশের এই অভূতপূর্ব কার্যক্রমে মুগ্ধ হয়ে স্থানীয় প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ ও প্রশংসা করেন। হাবিলদারবাসা রশিদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইসমাইল সাহেব বলেন,”দীর্ঘ ছয় দিন পর্যন্ত আমরা পানিবন্দী অবস্থায় ছিলাম । মাদ্রাসার সমুহের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্র শিক্ষকদের অনেক কিতাবাদী পানিতে ভেসে গেছে। গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি এখনো রোদে শুকিয়ে কিছুটা কাজ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। দুর্যোগ পরবর্তী এ মুহূর্তে জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম এবং ইত্তাহাদের প্রতিনিধিরা “ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশে’র ব্যানারে মিরসরাইয়ের ক্ষতিগ্রস্ত আলেমদের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহপাক তাদের এই খেদমতকে কবুল করুন”।
উল্লেখ্য যে, ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশ ইতিপূর্বে প্রথম দফায় ফেনী জেলার দাগনভূঁঞা, শর্শদী, ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে মুসলিম-অমুসলিম নির্বিশেষে ত্রাণ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করে এবং দ্বিতীয় দফায় খাগড়াছড়ি,ফটিকছড়ি, ভূজপুর উপজেলায় ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করে।
+3
See insights and ads
Boost post
All reactions:

You and 72 others

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ