তাহফীজুল কোরআন সংস্থায় অন্তর্ভূক্ত হওয়ার নিয়মাবলী
(ক) সংস্থার অন্তর্ভূক্ত হতে ইচ্ছুক প্রতিষ্ঠানকে সর্বপ্রথম সংস্থার কেন্দ্রীয় দপ্তর হতে অন্তর্ভূক্তি ফরম সংগ্রহ করতঃ যথাযথভাবে তা পূরণ করে দপ্তরে জমা দেয়া।
(খ) অন্তর্ভূক্তি ফি, নির্ধারিত মাসিক ফি আদায় ও সংস্থার মূদ্রিত সংবিধানের সকল নিয়ম নীতি মানতে বাধ্য থাকা।
অতঃপর বিবেচনা সাপেক্ষে কর্তৃপক্ষ উক্ত প্রতিষ্ঠানকে অর্ন্তভূক্ত করে নিবেন।