তাবলিগের শীর্ষ মুরুব্বী হাজী আব্দুল ওয়াহহাব এর ইন্তেকালে আল্লামা বোখারীর শোক প্রকাশ
দাওয়াতে তাবলীগের শীর্ষ মুরুব্বী হাজী আব্দুল ওয়াহহাব রহ. আজ ১৮ নভেম্বর ‘১৮ রোববার ফজরের সময় তিনি ইন্তিকাল করেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আব্দুল হালীম বোখারী দাঃ বাঃ।
আজ ১৮ নভেম্বর রবিবার এক শোকবার্তায় আল্লামা বোখারী বলেন, হাজী আব্দুল ওয়াহহাব রহ. একজন নিবেদিতপ্রাণ দাঈ ছিলেন৷ তাঁর ইন্তিকালে দাওয়াত ও তাবলীগের অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। উম্মাহ তাঁর কীর্তি চিরকাল স্মরণ রাখবে। তিনিই একমাত্র ব্যক্তিত্ব, যিনি তিন হযরতজ্বিরই সংস্পর্শ পেয়েছেন। তিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরতজ্বী মাওলানা ইলিয়াস রহ.এর সংশ্রবে থেকে দীর্ঘদিন দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন৷ ইলিয়াস রহ.এর ইন্তেকালের পর শাইখুল হাদীস আল্লামা জাকারিয়া রহ, হযরতজ্বী মাওলানা ইউসুফ কান্ধলভী রহ. এবং হযরতজ্বী মাওলানা ইন’আমুল হাসান রহ. সাথে পুরো বিশ্বে দাওয়াত ও তাবলীগের খিদমাত আঞ্জাম দিয়ে গেছেন৷
আল্লামা বোখারী হাফিজাহুল্লাহ হযরতের উচ্চ মর্যাদা ও জান্না্তুল ফিরদাউস কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
মহান আল্লাহ তাঁর সকল দ্বীনি খেদমতগুলো কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমীন।