আল-জামিয়া পটিয়ার সজিব ও সক্রিয় বিভাগ ‘শুবায়ে মুনাযারা’(বিতর্ক অনুষ্ঠান বিভাগ)। ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ে তার্কিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রতি বছর বিভিন্ন বিষয়ে কয়েকটি বির্তক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষত বাতিল মতবাদ ও তাদের ভ্রান্তিগুলোর যৌক্তিক জবাব প্রদানের পদ্ধতি ও কলা-কৌশল শেখানো হয়।