জামিয়া পটিয়ায় শিক্ষক-কর্মচারির সাধারণ সভায় গৃহিত সিদ্ধান্তবলি
পহেলা শা’বান ১৪৪২ হিজরী মোতাবেক ১৬ই মার্চ ২০২১ খৃষ্টাব্দ (মঙ্গবার) বাদে মাগরিব জামিয়ার শিক্ষক মিলনায়তন (মেহমানখানায়) শিক্ষক-কমর্চারির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী (হাফিজাহুল্লাহ)। উক্ত সভায় নিম্নের সিদ্ধান্তবলি গৃহিত হয়।
এক. আগামী ৭ই শাবান ১৪৪২ হিজরী মোতাবেক ২২ মার্চ ২০২১ ইংরেজী (সোমবার) থেকে মারকাযী ও গায়রে মারকাযী পরীক্ষা আরম্ভ হয়ে ১৩ই শাবান ১৪৪২হিজরী ২৮শে মার্চ ২০২১ ইংরেজী সমাপ্ত হবে এবং ১৪ই শাবান ১৪৪২ হিজরী মোতাবেক ২৯শে মার্চ ২০২১ ইংরেজী থেকে জামিয়ার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিফজ ও নূরানী বিভাগ ২০শে শাবান পর্যন্ত চালু থাকবে।
১৬ই শাবান ১৪৪২হিজরী মোতাবেক ৩১শে মার্চ ২০২১ ইংরেজী থেকে হাইআতুল উলয়ার পরীক্ষা আরম্ভ হয়ে ২৪শে শাবান ১৪৪২হিজরী মোতাবেক ৮ই এপ্রিল ২০২১ ইংরেজী সমাপ্ত হবে। জামিয়ার শিক্ষকমণ্ডলির ছুটিও হাইআতুল উলয়ার পরীক্ষা সমাপ্ত হওয়ার পর ২৫শে শাবান ১৪৪২ হিজরী থেকে আরম্ভ হবে।
দুই.পহেলা রমযান থেকে হিফজ বিভাগ পুনরায় খোলা হয়ে ২০ শে রমযান পর্যন্ত চালু থাকবে। উল্লেখ্য যে, রমযানে হিফজ বিভাগের কোন ছাত্র অনুপস্থিত থাকলে আগামী শিক্ষা বর্ষে ভর্তির সুযোগ পাবে না।
তিন. পহেলা রমযান থেকে পূর্বের ন্যায় বিশেষ কেরাত প্রশিক্ষণ কোর্স চালু থাকবে। তাসহীহে কুরআনে আগ্রহীরা পহেলা রমযান জামিয়ার শিক্ষা দফতর থেকে ফরম সংগ্রহ করে দরসে অংশ গ্রহণ করতে পারবে।
চার. ঈদুল ফিতরের এক সপ্তাহ পর ৮ই শাওয়াল ১৪৪২ হিজরী মোতাবেক ২২শে মে ২০২১ খৃষ্টাব্দ (শনিবার) থেকে জামিয়ার সকল বিভাগের শিক্ষা কার্যক্রম যথারীতি আরম্ভ হবে, ইনশা আল্লাহ।
পরিশেষে রমযান মাসে কালেকশনের জন্য দায়িত্ব বণ্টন করা হয় এবং মুফতি শামসুদ্দিন জিয়া (হাফিজাহুল্লাহ)-এর বিশেষ দুআর মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি হয়।