গতকাল বাদে এশা জামিয়ার কেন্দ্রেীয় জামে মসজিদে জামিয়ার মুহতামিম আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ (হাফিজাহুল্লাহ) শিক্ষক-ছাত্রদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, ১১শে শাবান ১৪৪৪ হিজরী থেকে আগামী ৮ই শাওয়াল ১৪৪৪ হিজরী পর্যন্ত (হিফজ ও নুরানী ব্যতীত) জামেয়ার সকল বিভাগের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য যে আজ ১০ শাবান ১৪৪৪ হিজরী জামিয়ার সকল বিভাগের বার্ষিক পরীক্ষা সমাপ্ত হয়। তবে দাওরায়ে হাদীস-মাষ্টার্স পরীক্ষা আগামী রবিবার থেকে আল-হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত হবে।
৮ই শাওয়াল ১৪৪৪ হিজরী শনিবার জামিয়ার সকল বিভাগের শিক্ষা কার্যক্রম যা আরম্ভ হবে, ইনশাআল্লাহ। আগামী শিক্ষাবর্ষে মেধাবী ও পরিশ্রমী ছাত্রদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। তবে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ থাকবে।
অতঃপর তিনি বলেন, আমাদের জীবনে বন্ধের দিনগুলোর গুরুত্ব কোন অংশে কম নয়; বরং মুমিনের প্রতিটি মুহূর্ত-সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মুহূর্তের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর কাছে দিতে হবে। কাজেই হিসাব দেয়ার আগে নিজেই নিজের হিসাব নিয়ে আখেরাতের জন্য প্রস্তুতি নেয়া সৌভাগ্য ও সফলতার পরিচয়। হযরত উমর রাযি. বলেন, “তোমার থেকে হিসাব নেয়ার আগে নিজেই নিজের হিসাব লও, আর আমলনামা ওজন করার আগে নিজেই নিজের আমল ওজন করে নাও।
আমরা হলাম নবীর ওয়ারিস। তাই বন্ধের দিনগুলি হেলায়-খেলায়, আনন্দ-ফূর্তিতে কাটানোর সুযোগ আমাদের নেই। উপরন্তু আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশী। সুতরাং আমাদের দায়িত্ব-কর্তব্যের অনুভূতি জাগ্রত করে সর্বদা আমাদেরকে পুরোদমে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, মনে রাখতে হবে, আমাদের এই কওমী মাদরাসাগুলো কওমের টাকা নিয়ে কওমের সন্তানদেরকে দীনী শিক্ষা বিতরণ করে থাকে। এখানে অনেক এতীম-দুঃস্থ ছাত্র রয়েছে। এদের থাকা-খাবারের সব এন্তেজাম জামিয়া করে থাকে। তাই এর জন্য তহবিল সংগ্রহ করতে হয়। আর এর জন্য রমযান ও কুরবানকে উপযুক্ত সময় বিবেচনা করা হয়। অতএব, ছাত্ররা বাড়ি-ঘরে গিয়ে জামিয়ার জন্য, আপনার সহপাঠি দুঃস্থ ছাত্রদের জন্য চাঁদা সংগ্রহ করবে। এতে আল্লাহ পাক নিজেদের প্রয়োজন পূরণ করে দিবেন।
এই দীর্ঘ ছুটিতে ছাত্রদের করণীয় হিসেবে তিনি বলেন, ছাত্রদেরকে সদা ‘তালেবে ইলম’ থাকতে হবে। বাড়িতে গেলেও যেন তালেবে ইলম তথা ইলম অন্বেষণে মগ্ন থাকে। তেমনি পিতা-মাতার সেবা করার প্রতিও গুরুত্বারোপ করেন।
পরিশেষে বিশেষ দুআর মাধ্যমে মজলিস সমাপ্ত হয়।