জামিয়া পটিয়ায় বিতর্ক অনুষ্ঠান

আজ বাদে মাগরিব জামিয়ার দারুল হাদিসে শানদার বির্তক অনুষ্ঠান

আজ ২২ শে শাওয়াল ১৪৩৯ হি. মোতাবেক ৭ ই জুলাই ২০১৮ খৃষ্টাব্দ রোজ শনিবার জামিয়া পটিয়ার দারুল হাদিসে শিক্ষার্থীদের প্রশিক্ষণমূলক বির্তক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামিয়া পটিয়ার সজিব ও সক্রিয় বিভাগ ‘শুবায়ে মুনাযারা’(বিতর্ক অনুষ্ঠান বিভাগ)-এর যিম্মাদার আল্লামা রফিক আহমদ সাহেব জানিয়েছেন অন্যান্য বছরের ন্যায় এই বছরও ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ে তার্কিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে কয়েকটি বির্তক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিভাগকে আরো সচল রাখার জন্য নতুন একজন সহকারী যিম্মাদার নিয়োগ দেয়া হয়েছে। আর তিনি হচ্ছেন- আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক, বিশিষ্ট আলোচক ও যুক্তিবিদ মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী সাহেব। তাঁকে এই বিভাগের নির্বাহী তত্ত্বাবধায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

জামাতে চাহারুম থেকে দাওরায়ে হাদিস এবং তাখাস্সুসাতের শিক্ষার্থীরা এই বির্তক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। পূর্বের ঘোষণা অনুযায়ী এ বারের বিষয় নির্দিষ্ট করা হয়েছে ‘রাসুল সাঃ নূরের নয় মাটির তৈরী’উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করবেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সুযোগ্য মুহতামিম/পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী দাঃ বাঃ।

বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের দাবির পক্ষে যুক্তিপেশ করবেন,

আহমদুল্লাহ, সুহাইলুল কাদের, মুসআব, কিফায়তুল্লাহ, রুহুল কাদের, লোকমান, ওবাইদুল্লাহ, আব্দুল্লাহ, শাকেরুল্লাহ, ইদ্রিস, হাসান আলী, মাহমুদুল হাসান, ফরহাদ, সলিমুদ্দিন, আমীর হামযা, মুস্তফা।

বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের দাবির বিপক্ষে যুক্তি পেশ করবেন, 

সলিমুদ্দিন, বদিউল আলম, কিফায়তুল্লাহ, আব্দুল করীম, আব্দুল আযীয, ওচমান, শাকেরুল্লাহ, খোরশেদ, নুরুল হাকিম, নাজমুল হক, তাওহীদ, আবু কাউসার, আজম আলী, সুহাইল, মুনিরুল হক, আব্দুল্লাহ।

অতএব, জামিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভাগীয় যিম্মাদার ও সহকারী যিম্মাদার সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীগণকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহবান জানানো হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ