জামিয়া পটিয়ায় পবিত্র ঈদুল আযহার ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগমীকাল ৫ই জিলহজ্ব ১৪৪০হিঃ মোতাবেক ৭ই আগষ্ট ২০১৯ খৃষ্টাব্দ বুধবার থেকে ২২ই জিলহজ্ব ১৪৪০হিং মোতাবেক ২৩ শে আগষ্ট ২০১৯ খৃষ্টাব্দ জুমাবার পর্যন্ত র্দীঘ ১৭ দিন ছুটি ঘোষণা করা হয়।

আজ বাদে যোহর জামিয়ার কেন্দ্রেীয় জামে মসজিদে জামিয়ার মুঈনে মুহতামিম মাওলানা আবুতাহের নদভী হাফিজাহুল্লাহ ছাত্রদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের এই কওমী শিক্ষা-প্রতিষ্ঠানগুলো জনগণের সাহয্য ও চাঁদা-ছদকার মাধ্যমে চলে। সুতরাং কুরবানীর ছুটিতে ছাত্ররা জামিয়ার জন্য চাঁদা সংগ্রহ করবে। কুরবানীর ছুটি উপলক্ষে সদকা ফান্ডের ছাত্ররা অন্তত ১৫০০ (পনেরশ টাকা) খোরাকী জমা করবে।

পরিশেষে সকল শিক্ষার্থী নিরাপদে বাড়ি গিয়ে পুনরায় জামিয়ায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ