জামিয়া পটিয়ায় খতমে বোখারী ও দোয়া মাহফিল, দরস প্রদান করবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম!

আগামী কাল জামিয়া পটিয়ায় খতমে বোখারী ও দোয়া মাহফিল, দরস প্রদান করবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম!

দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ইসলামী বিদ্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দাওরায়ে হাদিস সমাপনী বর্ষের বুখারি শরিফের শেষ সবক (খতমে বুখারি) ও দোয়া মাহফিল আগামী কাল ২৫ মার্চ রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিখ্যাত প্রাচীনতম দীনি শিক্ষানিকেতন দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী বুখারি শরিফের আখেরী দরস প্রদান করবেন।

উল্লেখ্য যে, আগামি কাল সকাল ১০টায় হেলিকপ্টার যোগে দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব আগমন করবেন এবং ১১ টায় দরস প্রদান করবেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জমিয়া পটিয়ার শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী। উপস্থিত থাকবেন জামিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া, মাওলানা রফিক আহমদ, মাওলানা আমিনুল হক (হাফিজাহুমুল্লাহ) সহ জামিয়ার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ দেশের ওলামা মাশায়েখগণ

অনুষ্ঠানসূচি:

তরিখ: ২৫-০৩-২০১৯ খৃষ্টাব্দ মোতাবেক ১৬ রজব ১৪৪০ হিজরী, রোজ: সোমবার, বেলা ১১ টা।

 পবিত্র কুরআন তিলাওয়াত।

 জামিয়া প্রধানকর্তৃক রচিত (ফাজেলানে জামিয়া) সংগীত পাঠ।

 জামিয়া প্রধানকর্তৃক দেওবন্দের মুহতামিম সাহেবের শানে রচিত কবিতা আবৃত্তি।

 উদ্ভোধী বক্তব্য প্রদান।

 বোখারী শরিফের দরস প্রদান।

 দোয়া ও মোনাজাত পরিচালনা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জামিয়া প্রধানের পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবাদ

নোটিশ