জামিয়া পটিয়ায় আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সফলতার জন্য প্রস্তুতিমূলক শিক্ষকমণ্ডলীর সাধারণ সভা অনুষ্ঠিত
আজ ৬ ফেব্রুয়ারী ২০১৯ খৃষ্টাব্দ রোজ বুধবার সকাল ৯ ঘটিকায় জামিয়ার মেহমানখানায় হাকিমুল ইসলাম মুফতি আব্দুল হালীম বোখারী দাঃ বাঃ এর সভাপতিত্বে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে জামিয়ার সকল শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। উক্ত সভায় আগামী ৭-৮ ফেব্রুয়ারী বৃহস্পতি ও জুমাবার অনুষ্ঠিতব্য জামিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সফল করার জন্য শিক্ষক-কর্মচারীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল হালীম বোখারী দাঃ বাঃ বলেন, আমাদের সকলের আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমেই জামিয়ার সম্মেলন সফল করা সম্ভব হবে। তাই, সকল দায়িত্বশীলগণ নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার জন্য আহবান জানান।
উল্লেখ্য যে, এবারের সম্মেলনে বিদেশী বক্তাদের মধ্যে যারা থাকবেন তাঁদের অন্যতম:
- আল্লামা কামরুদ্দীন দাঃ বাঃ, শায়খে ছানী, দারুল উলুম দেওবন্দ, ভারত।
- মুফতি শোয়াইব উল্লাহ খান দাঃ বাঃ , মুহতামিম, মসীহুল উলুম, বেঙ্গলুর, ভারত।
- মুফতি আফফান মানসূরপুরী, মুহাদ্দিস, দারুল উলুম আমরুহা, ভারত।
- শায়খ মুহাম্মাদ বিন আলী আল-কাহতানী, মক্কা মুকাররামা, সৌদি আরব।
দেশীয় বক্তাদের মধ্যে যাঁরা থাকবেন তাঁদের অন্যতম:
- আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব, মুহতামিম জামিয়া আরবিয়া জিরি।
- আল্লামা সুলতান জওক নদভী, মুহতামিম, দারুল মা’আরিফ।
- মুফতি আরশাদ রহমানী, মুহতামিম, বসুন্ধরা ইসলামিক রির্সাচ সেন্টার, ঢাকা।
- আল্লামা সালাহ উদ্দীন, মুহতামিম, জামিয়া উবায়দিয়া নানুপুর।
- মাওলানা আবদুল বাসেত খান, সিরাজগঞ্জ।
- মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা।
- মাওলানা খুরশীদ আলম কাসেমী।
- ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
- মাওলানা মাহমুদুল হাসান আল-আযহারী সহ আরো অনেকে-ই।
পরিশেষে জামিয়ার মুহাদ্দিস ও মুফতি হাফেজ আহমদুল্লাহ সাহেবের দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।