জামিয়া পটিয়ায় আগামীকাল সোমবার অর্থনীতি বিষয়ক বিতর্ক অনুষ্ঠান
আগামীকাল ১৫ই রবিউল আউয়াল ১৪৪২ হিজরী মোতাবেক ২রা নভেম্বর ২০২০ খৃষ্টাব্দ রোজ সোমবার, বাদে মাগরিব জামিয়ার দারুল হাদীসে শিক্ষার্থীদের প্রশিক্ষণমূলক বির্তক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয় “ইসলামী অর্থনীতি বনাম পুঁজিবাদ ও সমাজতন্ত্র”।
“শোবায়ে মুনাজারা”(তর্ক ও যুক্তি বিভাগ)-এর নির্বাহী যিম্মাদার মাওলানা কাজী আকতার হোসাইন আনোয়ারী (হাফিজাহুল্লাহ) সকলকে উক্ত বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।